পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজেট অধিবেশনে যোগ দিতে বাধা নেই, শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ - বিধানসভার বাজেট অধিবেশন

Suvendu Adhikari: বাজেট অধিবেশনে যোগ দিতে আইনত কোনও বাধা নেই ৷ শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নিয়ে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
বিধানসভা থেকে শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 3:57 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার অধ্যক্ষ নিজেই জানিয়েছেন, বাজেট অধিবেশনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে। তিনি চাইলেই বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে পারেন। আইনত যোগ দেওয়ার ক্ষেত্রে তাঁর কোনও বাধা নেই ।

প্রসঙ্গত, আগামী 5 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন ৷ প্রত্যেক বছর রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হলেও এবার তেমনটি হচ্ছে না । এখনও পর্যন্ত বিধানসভা সূত্রে যা খবর, তাতে শোকপ্রস্তাব দিয়েই এবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন । গত নভেম্বর মাসে বিধানসভার যে শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তাতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করে তা স্থগিত করে রাখেন। ফলে এবার বাজেট অধিবেশনের জন্য আলাদা করে রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই ।

গত অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ ওই অধিবেশনের জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন। তা তুলে না নিলে বাজেট অধিবেশনেও উপস্থিত থাকতে পারতেন না বিরোধী দলনেতা । আর সেই জায়গা থেকে এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া একটা বড় পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ।

এমনটাও খবর ছিল, এক্ষেত্রে বিরোধী দলনেতার সাসপেনশন জারি থাকলে বিরোধী রাজনৈতিক দল বিজেপির একাংশ এই নিয়ে অধিবেশনে সরব হতে পারতেন । এবার অবশ্য সেটা হওয়ার সুযোগ নেই । বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বাজেট অধিবেশনে শুধু বিরোধী দলের বিধায়করাই নন, থাকবেন বিরোধী দলনেতা নিজেও । যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে কিছু জানাননি ।

শুধু রাজ্য বিধানসভা নয়, একইভাবে দেশের দুই আইনসভা, রাজ্যসভায় ও লোকসভায় শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের নজির বিহীনভাবে সাসপেন্ড করা হয়েছিল ৷ কিন্তু গতকাল অর্থাৎ, মঙ্গলবার বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সেই সাসপেনশন তুলে নেওয়া হয় । এক্ষেত্রে বাজেট অধিবেশনের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার দেখানো পথে হেঁটেই রাজ্যে বিরোধী দলনেতার বিরুদ্ধে থাকা সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন :

  1. শুরু বাজেট অধিবেশন, নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. ফিরহাদের পেশ করা বাজেটের প্রশংসায় 'পঞ্চমুখ' সিপিআই কাউন্সিলর
  3. ত্রিপুরায় বাজেট অধিবেশনে টেবিলের উপর উঠে বিক্ষোভ বিরোধীদের, সাসপেন্ড 5 বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details