কলকাতা, 31 জানুয়ারি: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার অধ্যক্ষ নিজেই জানিয়েছেন, বাজেট অধিবেশনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে। তিনি চাইলেই বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে পারেন। আইনত যোগ দেওয়ার ক্ষেত্রে তাঁর কোনও বাধা নেই ।
প্রসঙ্গত, আগামী 5 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন ৷ প্রত্যেক বছর রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হলেও এবার তেমনটি হচ্ছে না । এখনও পর্যন্ত বিধানসভা সূত্রে যা খবর, তাতে শোকপ্রস্তাব দিয়েই এবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন । গত নভেম্বর মাসে বিধানসভার যে শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তাতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করে তা স্থগিত করে রাখেন। ফলে এবার বাজেট অধিবেশনের জন্য আলাদা করে রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই ।
গত অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ ওই অধিবেশনের জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন। তা তুলে না নিলে বাজেট অধিবেশনেও উপস্থিত থাকতে পারতেন না বিরোধী দলনেতা । আর সেই জায়গা থেকে এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া একটা বড় পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ।