পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থানায় তৃণমূল নেতার জন্মদিন পালন ! কটাক্ষ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

থানায় জন্মদিনে কেক কাটলেন তৃণমূল নেতা ৷ তাঁকে কেক খাইয়ে দিচ্ছেন খোদ পুলিশ আধিকারিক ৷ যা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

SUVENDU ADHIKARI
তৃণমূল নেতার জন্মদিন পালন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2024, 12:29 PM IST

আসানসোল, 30 অক্টোবর: থানায় ওসি'র অফিস ঘরে হল কেক কাটা ও খাওয়া দাওয়া ৷ ধুমধামের সঙ্গে থানার ভিতরই পালন করা হল তৃণমূল নেতার জন্মদিন ৷ এবার সেই ঘটনা প্রসঙ্গে বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "বারাবনীতে অনেক ছোট ছোট মুখ্যমন্ত্রী রয়েছে ৷ যাদের জন্মদিন পালন হচ্ছে থানায় ৷ থানার ওসি কেক, মিষ্টি খাইয়ে দিচ্ছেন তৃণমূল নেতার মুখে।"

মঙ্গলবার বারাবনির নুনী মোড়ে বিজেপি নেতা অরিজিৎ রায়ের কালীপুজোর উদ্বোধনে আসেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে বক্তব্য রাখতে উঠে নাম না করে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লকের সভাপতি অসিত সিংকে তীব্র আক্রমণ করেন তিনি ৷ সেই সঙ্গে, তৃণমূল নেতাকে তোলাবাজ বলেও কটাক্ষ করেন তিনি ৷

বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু (ইটিভি ভারত)

গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় অসিত সিংয়ের কয়েকটি ছবি ভাইরাল হয় ৷ সেখানে বারাবনি থানার ওসি-সহ থানার বাকি পুলিশকর্মীদের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে দেখা যায় তাঁকে ৷ এমনকী, ওসি মনোরঞ্জন মণ্ডল অসিত সিংকে নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছেন, সেই ছবিও রয়েছে । আর তা নিয়েই কটাক্ষ করেন শুভেন্দু । বিজেপি নেতার মতে, "আসলে এরা কেউ নেতা নয় ৷ বারাবনিতে তো একমাত্র নেতা ছিলেন মানিক উপাধ্যায় ৷ বাকি সব নেতারা তোলাবাজ ।"

শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরই জোর জল্পনা শুরু হয় ৷ এই বিষয়ে তৃণমূল নেতাকে অসিত সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "থানায় আমার কোনও জন্মদিন পালন হয়নি । তবে আমাকে ভালোবেসে অনেকেই বিভিন্ন জায়গায় জন্মদিন পালন করেছেন । এই নিয়ে নতুন করে কিছু বলার নেই ।"

এদিকে, বিষয়টি নিয়ে ওসি মনোরঞ্জন মণ্ডল নিজে কোনও মন্তব্য করতে চাননি ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পশ্চিম) ইপ্সিতা দত্ত জানান, এই নিয়ে তাঁর কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি ।

পড়ুন:বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ! বেফাঁস মন্তব্য কেতুগ্রামের তৃণমূল বিধায়কের

ABOUT THE AUTHOR

...view details