দার্জিলিং, 1 এপ্রিল: কাজ কম করেন, ছবি বেশি তোলেন ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জলপাইগুড়ি সফর প্রসঙ্গে এমনই মত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন বিরোধী দলনেতা ৷ সেখান থেকে সড়কপথে মাথাভাঙার উদ্দেশে রওনা দেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন এই বিজেপি নেতা ৷ বলেন, "রাতে যাওয়ার কোনো দরকার ছিল না ৷ মুখ্যমন্ত্রী কাজ কম 'তু খিচ মেরি ফোটো' বেশি করছেন । এসব বিজেপির প্রয়োজন হয় না ৷ আমাদের সাংসদ বিধায়ক, দলীয় কর্মী, স্বেচ্ছাসেবকরা কাজ করেছে ।"
তবে শুভেন্দু এখানেই থেমে থাকেননি ৷ প্রধানমন্ত্রীর আবাস যোজনা, রাজ্য়ের সাস্থ্য় পরিকাঠামো নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "3টে গ্রামের 800টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে 42 লক্ষ বাড়ি তৈরির জন্য 45 হাজার কোটি টাকা দিয়েছেন । তাহলে কেন কাঁচা বাড়ি থাকবে? আসলে সব টাকা চুরি করেছে এই তৃণমূল ।" এরপরে তিনি বলেন, "আশঙ্কাজনক রোগীদের আমরা অন্যত্র সরিয়ে নিয়ে যাব। এখানে থাকলে কেউ সুস্থ হবে না। একটা নিউরো সার্জেন নেই। এখানে থাকলে কারও হাড় জুড়বে না।"