ভাটপাড়া, 9 অক্টোবর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র ডাক্তারদের গণইস্তফা ইস্যুতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘‘সিনিয়র ডাক্তারদের গণইস্তফার জেরে 'ডিজাস্টার' নেমে আসবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় । এর জন্য পুরোপুরি দায়ী মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যসচিব ।’’
তাঁর মতে, "এভাবে যদি সিনিয়র ডাক্তাররা গণইস্তফা দিতে শুরু করেন, তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে । সমস্যায় পড়বেন এই রাজ্যের কয়েক লক্ষ মানুষ । তাই, সরকারের উচিত জুনিয়র ডাক্তারদের দাবি পূরণে সদর্থক ভূমিকা নেওয়া । তা না হলে জটিলতা আরও বাড়বে ।"
শুভেন্দু আরও বলেন, "জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের একাধিকবার আলোচনা হয়েছে । খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠক করেছেন । সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কী চুক্তি হয়েছে, তা আমরা কেউই জানি না । সবটাই সংবাদমাধ্যমের থেকে শোনা । জুনিয়র ডাক্তারদের পাশে আছি আমরা । লাইভ স্ট্রিমিং হলে সবকিছু স্পষ্ট হয়ে যেত । জুনিয়র ডাক্তারদের দাবি যথাযথ । ওঁদের দাবি গুরুত্ব সহকারে মেটানো উচিত সরকারের ।"
উল্লেখ্য, গত 4 অক্টোবর ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । ছোড়া হয়েছিল ইটপাটকেলও । সেই সময় বাড়ির নিচে নেমে এলে বোমার সপ্লিন্টার ছিটকে জখম হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ । সেই ঘটনার পরপরই তৃণমূলকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বেশ কিছু ভিডিয়োও পোস্ট করেছিলেন ।