পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে', মমতা-অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর - Suvendu on SSC recruitment scam - SUVENDU ON SSC RECRUITMENT SCAM

Suvendu Slams Mamata: মঙ্গলবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট আপাতত প্রায় 26 হাজার কর্মীর চাকরি বাতিলে স্থগিতাদেশ দিয়েছে ৷ এই নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 3:32 PM IST

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী

কাঁথি, 8 মে: "পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে", নাম না করে মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার রবীন্দ্রনাথের 163তম জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুরের কাঁথির ক্যানালপাড়ে একটি অনুষ্ঠান থেকে বেরনোর সময় এই কথা বলেন তিনি ৷

রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করার পরে কাঁথির টাউন হলে কর্মীদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী ৷ বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "আজকের দিনে বাংলার বাঙালি ভারতের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর ৷ মুখ্যমন্ত্রীকে বলব, কবিগুরু মারা গিয়েছিলেন 1941 সালে ৷ নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে আপনি বলেছিলেন 1947 সালে গান্ধীজিকে এসে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়েছিলেন ৷ দয়া করে এই ভুলগুলি আর করবেন না ৷"

এসএসসি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "কালই চোর মমতার এসএসসি বলেছে, 8 হাজার চাকরি বেআইনি করে পেয়েছে ৷ আমাদের কাজ, 2022 সালের 5 মে মন্ত্রিসভায় মিটিং করে চোরেদের চাকরি রেগুলাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল ৷ আমরা চাই ওইদিন ক্যাবিনেটের যাঁরা ছিলেন, তাঁরা জেলে যান ৷ তাঁদের আমরা জেলে দেখতে চাই ৷ সেটা হবে ৷"

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, "মাফলার জেলে গিয়েছে, এবার হাওয়াই চটি জেলে যাবে ৷ ক'টা দিন সময় পেয়েছে, এসি ঘরে থাকুক আর হেলিকপ্টার নিয়ে ঘুরুক ৷" এসএসসি প্রসঙ্গে তিনি বলেন, "যোগ্যদের জন্য লিগ্যাল সেল তৈরি করবে স্টেট বিজেপি ৷ আর সন্ধ্যায় এসএসসি বলছে যোগ্য ও অযোগ্য আমরা বেছে দিতে পারব ৷ অথচ, এই এসএসসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি হাইকোর্টে হলফনামাতে যোগ্যদের তালিকা দেয়নি ৷ কেবলমাত্র 8 হাজার অযোগ্যকে বাঁচানোর জন্য ৷ আর অর্ডারের 242 নম্বর অনুচ্ছেদে যোগ্যদের তালিকা না-দেওয়াই আমরা বাছাই করতে পারলাম না, তাই প্যানেল বাতিল হল ৷"

মঙ্গলবার সুপ্রিম কোর্ট এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী এখনই প্রায় 26 হাজার চাকরি যাচ্ছে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত ৷ এতে খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্য নেতারা ৷

এ নিয়েও শুভেন্দু কটাক্ষ করে বলেন, "এতে পিসি-ভাইপোর উল্লসিত হওয়ার কোনও কারণ নেই ৷ পিসি প্রাক্তন হবে আর ভাইপো জেলে যাবে ৷" কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে এদিন কাঁথি টাউন হলে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয় ৷ কর্মিসভায় উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক বিধায়ক-সহ অন্যান্য নেতৃত্বরা । এদিন কাঁথির টাউন হলে বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল ৷

আরও পড়়ুন:

  1. 'পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি'; নাম না করে মমতাকে খোঁচা শুভেন্দুর
  2. 'ক্ষমতা থাকলে সিবিআই তুলে নিয়ে যাক', শুভেন্দুকে পালটা হুঁশিয়ারি অভিষেকের
  3. সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো মিথ্যা, দাবি শুভেন্দুর; সিবিআইকে চিঠি গঙ্গাধরের

ABOUT THE AUTHOR

...view details