পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাইপোকে জেলে ঢোকাতে না-পারলে আমার নাম শুভেন্দু নয়, তৃণমূলের বিক্ষোভে অগ্নিশর্মা অধিকারী - Lok Sabha Election 2024

Suvendu Adhikari at Keshpur: সভায় যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন ৷ ফেরার পথে সেই রাস্তায় হেঁটে চিৎকার করে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এসব কী বললেন বিরোধী দলনেতা ?

Suvendu Adhikari
কেশপুরে রেগে লাল শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 10:12 PM IST

রেগে গিয়ে শুভেন্দু অধিকারী যা বললেন শুনুন (নিজস্ব ভিডিয়ো)

কেশপুর, 21 মে: ভোটের আগে কেশপুরে রণমূর্তি ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নির্বাচনী সভা করতে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনায় তিনি রেগে অগ্নিশর্মা ৷ ফেরার পথে গাড়ি থেকে নেমে রীতিমতো ধমকি দিলেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে । বললেন, "আপনাদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি ৷ আমি শুভেন্দু অধিকারী ৷ কাউকে ভয়-টয় পাই না ৷"

সোমবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের সমর্থনে কেশপুরের ঘোষডিহাতে সভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী । বিকেল চারটে নাগাদ তাঁর সভার সময়সূচি ছিল । যাওয়ার পথে ঘোষডিহাতে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা । এরপর কেন্দ্রীয়বাহিনী এসে তাঁকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায় সভার উদ্দেশ্যে । এদিন তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷

সভা করে ফেরার পথে গাড়ি থেকে নেমে রীতিমতো হুমকির সুরে শুভেন্দু বলেন, "যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা কোথায় ? পালিয়ে গিয়েছে কেন ? কোথায় তৃণমূল ? মমতার বাপের রাস্তা এটা ৷ মমতার বাপ তৈরি করে দিয়েছে নাকি ? ওসি কেশপুরকে দেখে গেলাম ৷ অনেক বাড় বেড়েছে আপনার ৷ আমাকে চেনে না এখনও ৷ ভাইপোকে যদি জেলে না ঢোকাতে পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় ৷" এদিন ঘোষডিহা হয়ে যাওয়ার পথে কর্মী-সমর্থকরা জড়ো হওয়ায় তাXদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন শুভেন্দু অধিকারী । আশ্বস্ত করে বলেন, "আপনার নির্বিঘ্নে ভোট দিন ৷ আমরা রয়েছি আপনাদের পাশে ।"

প্রসঙ্গত, ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটাল লোকসভায় ৷ এই কেন্দ্রের অন্যতম বিধানসভা হল কেশপুর । ঊনিশের লোকসভা নির্বাচনেও ধুন্ধুমার কাণ্ডে সকলের নজর ছিল কেশপুরের উপর । এবারে কী হয় তা নিয়েই চিন্তিত রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :

  1. ব়্যালিতে উড়ে এল বোতল, মেদিনীপুরে 'জাতগোখরো, চন্দ্রবোড়া' বলে কটাক্ষ মিঠুনকে
  2. 'লালদুর্গে' এখন ঘাসফুলের দাপট, ভোটের আগে কেমন আছে কেশপুর ?
  3. দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর বিজেপির

ABOUT THE AUTHOR

...view details