কলকাতা, 2 জুলাই: কোচবিহার ও চোপড়ার ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি শুভেন্দু অধিকারী চান রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব যেন কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায় ৷ এই দু'টি আবেদন জানিয়ে মুখ্যসচিব এবং রাজ্যপালকে চিঠি দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনটাই জানান তিনি ৷
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "কোচবিহার ও চোপড়ার ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দিন মুখ্যমন্ত্রী ৷" এমনটা দাবি জানিয়ে রাজ্যের মুখ্যসচিব ভিপি গোপালিকাকে চিঠি লিখবেন বলে জানান। এই আবেদন যদি গ্রহণ করা না-হয় তাহলে বিজেপি প্রয়োজনে আইনের দ্বারস্থ হবে বলেও তিনি জানান।
চোপড়ার ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "কোথাও কোথাও খাপ পঞ্চায়েত হয় আর এখানে তৃণমূল-পঞ্চায়েত হচ্ছে। একই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে তবে সেগুলি প্রকাশ্যে আসছে না। রাজ্যের মহিলা কমিশন ঘুমোচ্ছে ৷ লক্ষ্মীপুর বা চোপড়াটাকে হামিদুর রহমান কার্যত ভারতের মধ্যে একটি পৃথক রাষ্ট্র বানিয়ে রেখেছেন।"
বিদ্যুতের বাড়তি বিল প্রত্যাহার না করা হলে পথে নামার হুঁশিয়ারি শুভেন্দুর
শুভেন্দু আরও বলেন, "রাজ্যপাল ফিরে এলেই আমি চিঠি লিখব ৷ রাজ্যপাল যাতে কেন্দ্রীয় সরকারেরকে চিঠি লিখে এই রাজ্যের সবক'টি থানায় 355 ধারা লাগু করার কথা জানান, সেই অনুরোধ করব। একাধিক থানাকে উপদ্রিত ঘোষণা করে কেন্দ্র যেন নিজের হাতে রাস নেয়। একজন আইন-শৃঙ্খলা উপদেষ্টা নিয়োগ করা উচিত। মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতা কেড়ে না-নিয়ে পুলিশ মন্ত্রীত্বটাকে কেড়ে নেওয়া হোক। গত কয়েকদিন ধরেই বিজেপির সমস্ত স্তরের নেতারা তৃণমূলকে আক্রমণ করে চলেছেন ৷ শুভেন্দুও সেভাবেই সুর চড়ালেন ৷