রানাঘাট, 13 মার্চ: মুখ্যমন্ত্রীর অস্ত্রেই তাঁকে মাত করার বার্তা দিলেন বিরোধী দলনেতা ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসতে তাঁকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সাহায্য করেছিল তা তিনি নিজেই বরাবর বলেন ৷ এবার সেই অস্ত্রেই শান দিয়ে তাঁর একদা ঘনিষ্ঠ সহযোগীর বার্তা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ রানাঘাটের নির্বাচনী জনসভা থেকে বুধবার এমনই দাবি করেন মমতাকে বিধানসভা নির্বাচনে হারানো শুভেন্দু অধিকারী ৷ স্থানীয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করেন শুভেন্দু ৷ সেখান থেকে একাধিক বিষয়ে সরব হন তিনি ৷ সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ পাশাপাশি রানাঘাট এবং কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ও মহুয়া মৈত্রকেও আক্রমণ করেন শুভেন্দু ৷ ভাষণের একটি অংশে আরও একবার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় না-নিয়ে এলে ভারতের অবস্থা ইউক্রেনের থেকেও খারাপ হবে ৷ আর তাই নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতেই হবে ৷
অন্য একটি প্রসঙ্গে সিএএ-র কথা তুলে ধরেন বিরোধী দলনেতা ৷ মমতার নাম করে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা কথা বলেন ৷ তিনি বলেন, আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে ৷ আমি বলছি, কারও কিছু হবে না ৷ নাগরিকত্বের জন্য আবেদন করতে কোনও নথি লাগবে না। অন্য দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন কি না সেটারও কোনও প্রমাণপত্র লাগবে না । আবেদন করলেই গৃহমন্ত্রক নাগরিকত্ব দেবে ৷"
এরপরই সংখ্যালঘুদের তিনি বলেন, "একজন সংখ্যালঘুর ক্ষতি হলেও আমার বিধায়ক পদ ছেড়ে দেব ।" এরপরই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভোটের প্রচারে তৃণমূলে এলে বাড়িতে ঢুকতে দেবেন না। পুরুষরা কথা বলবেন। মেয়েরা ভিতরে থাকবেন। সন্দেশখালিতে কী হয়েছে আমরা সবাই জানি ৷ 2011 সালের আগে আমরা বলতাম, তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, নন্দীগ্রাম ৷ এখনকার স্লোগান হল, "সন্দেশখালি করবে চোর মমতার চেয়ার খালি । সন্দেশখালির বদলা হবে ইভিএমে ।"