বসিরহাট, 10 ডিসেম্বর: বাংলাদেশের ইউনুস সরকার আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত । মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতা এ দিন ইউনুস সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করার ডাকও দিয়েছেন ।
গত 25 নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে । তারপর থেকেই সে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর হামলা চলছে । সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে । ইতিমধ্যে বেশ কয়েকজন সংখ্যালঘুর মৃত্যু হয়েছে । চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতীয়দের আন্দোলন শুরু হয়েছে ।
ইউনুস সরকারকে উৎখাতের ডাক শুভেন্দুর (ইটিভি ভারত) মঙ্গলবার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে একটি প্রতিবাদ সভা হয় । সেই সভা মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তবর্তী ইউনুস সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "পরিকল্পিতভাবে ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে । ওদের উদ্দেশ্যই হল সংখ্যালঘুদের সেদেশ থেকে উৎখাত করা । কী সাহস ইউনুস সরকারের । বলছে চার ঘণ্টায় কলকাতা দখল করে নেবে । আমাদের দু'টো রাফাল বাংলাদেশে ফেললেই কাজ হয়ে যাবে । তাই, এত বড় বড় আওয়াজ দেবেন না । সেই আওয়াজ বন্ধ করার ওষুধ আছে আমাদের কাছে ।"
তিনি আরও বলেন, "সম্পূর্ণ অগণতান্ত্রিক বাংলাদেশের সরকার । এই সরকারটা মৌলবাদীদের দ্বারা পরিচালিত । শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে । পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটে না । কেবল একটি বিশেষ সম্প্রদায়ের অধ্যুষিত দেশগুলোতেই এই ধরনের গা-জোয়ারি দেখা যায় । আমি বিশ্বাস করি, আমেরিকা ও ভারতের মতো গণতান্ত্রিক দেশগুলি সম্মিলিতভাবে জঙ্গি পরিচালিত বাংলাদেশ সরকারকে উৎখাত করবে । জঙ্গিবাদকে নিকেশ করবে ।"
বসিরহাটের সভায় শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি) তারপর শুভেন্দুর সংযোজন, "বাংলাদেশের বর্তমান সরকার আইএস, তালিবান ও হামাসের একটা সংস্করণ । দ্রুত এই জঙ্গি মৌলবাদী সরকারকে উৎখাত করা দরকার ।"
1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহিদ হয়েছেন । 17 হাজার ভারতীয় সৈন্য শহিদ হয়েছেন । আর আজ তারা মুখে বড় বড় কথা বলছে । করানোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে বিনামূল্যে প্রতিষেধক টিকা দিয়েছিলেন । ওদের বড় বড় কথা সব বন্ধ হয়ে যাবে ।"
চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা (নিজস্ব ছবি) বিরোধী দলের নেতা আরও বলেন, "প্রয়াত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক দেশ এক বিধানের কথা বলেছিলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই পথেই এগিয়ে চলেছেন । কাশ্মীর থেকে 370 ধারা তুলে দিয়েছেন । সেখানে আজ ভারতের পতাকা ওড়ে । প্রধানমন্ত্রীকে ভোটে হারাতে না-পেরে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে ।"