কলকাতা, 17 সেপ্টেম্বর:বাংলায় যে আন্দোলন চলছে তার কাছে এবং বাংলার মানুষের কাছে হেরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এমনটাই মত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের । তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শুধু কয়েকজন আধিকারিককে সরিয়ে দিলেই হবে না, আরজি কর-কাণ্ডে যাঁরা প্রমাণ লোপাট করেছেন, তাঁদের গ্রেফতার করতে হবে ৷ গ্রেফতার করতে হবে মুখ্যমন্ত্রীকে ৷
এক্স হ্যান্ডেলে শুভেন্দু বৈঠকের কার্যবিবরণী পোস্ট করে লিখেছেন, "বৈঠকের কার্যবিবরণী দেখে মনে হচ্ছে যে, অচলাবস্থার অবসান ঘটাতে উভয় পক্ষই সমঝোতা করেছে । তবে ন্যায়বিচারের জন্য শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট হবে না । সাক্ষ্য বিকৃতিতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের কারাগারে ঢোকাতে হবে । নৃশংস ধর্ষণ ও হত্যা ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু ঘটেছে, তাতে শুধু কয়েকজন আধিকারিকের হাত রয়েছে এটা হতে পারে না । সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ/নির্দেশ এবং সম্মতি ছাড়া একটি পিন বা হাতি সরানোর ঘটনাও ঘটে না । তাই এই পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী । তাঁর শুধু পদত্যাগই নয়, পুরো বিষয়টিতে তাঁর ভূমিকার সঠিক তদন্ত হওয়া উচিত ।"
শুভেন্দু আরও লিখেছেন, যাঁরা রাজ্যজুড়ে, দেশজুড়ে এবং বিশ্বজুড়ে 'উই ওয়ান্ট জাস্টিস' এবং 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান তুলেছেন, তাঁরা সুপ্রিম কোর্টের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষাে করুন ৷ কারণ তারাই আমাদের প্রয়াত ডাক্তার বোনের জন্য আশা এবং ন্যায়বিচারের শেষ অবলম্বন ।"
এদিকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মতে, গতকালের বৈঠকে হার হয়েছে মুখ্যমন্ত্রীর ৷ তবে তাঁর কথায়, "রাজার বাড়ির ভোজ না-আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই ।" রাজ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়িত না-হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে পারবেন না বলে জানান তিনি ।