কলকাতা, 28 অক্টোবর:বর্তমানে বহিষ্কৃত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ৷ তাঁর বাড়িতে সাক্ষাৎকার নিতে গিয়ে এক মহিলা সাংবাদিক হেনস্থার অভিযোগ তোলেন ৷ ওই মহিলা সাংবাদিকের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয় ৷ সোমবার দুপুর দেড়টা নাগাদ বরানগর থানা তাঁকে ডেকে পাঠায় ৷ এরপরই সাংবাদিক বৈঠক করেন তন্ময় ৷ তিনি এই অভিযোগের বিরুদ্ধে স্পষ্ট জানান, এটা 'পরিকল্পিত কুৎসা' ৷ বর্ষীয়ান এই নেতা পাল্টা প্রশ্ন তুলেছেন, ভদ্রমহিলা আমার বাড়ি থেকে হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়েছেন । নির্যাতিতা হলে কি তিনি তা পারতেন?
এরপরই তিনি হাসতে হাসতে বলেন, "ওই বছর কুড়ি-একুশের অভিযোগকারিণী মহিলা সাংবাদিকের শরীরের ওজন 40-41 কেজি। আর আমার ওজন 82-83 কেজি। আমি যদি ওঁর কোলে বসে পড়তাম তাহলে কি তিনি সুস্থ থাকতেন?" এরপর তিনি আরও বলেন, আমার পাশের বাড়ি ছেলে শুভাশিস সেনগুপ্ত প্রতিদিন বাড়িতে কাগজ পড়তে আসত ৷ সেদিনও এসেছিল ৷ তারপর কাগজ পড়ে বাড়ি চলে যায় ৷ সেইসময় শুভাশিস দেখতে পায় ওই মহিলা সাংবাদিক আর তাঁর ক্যামেরাপার্সন হাসতে হাসতে আমার বাড়ি থেকে বেরচ্ছে ৷ ও আমাকে জানায় ৷ যদি কাউকে শারীরিকভাবে হেনস্তা করা হয় তাহলে তিনি কি হাসতে হাসতে বেরতে পারেন?"