নয়াদিল্লি, 27 মে: বিজ্ঞাপন-মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি ৷ এই মামলার শুনানিতেই রাজি হল না শীর্ষ আদালত৷ বিজেপির আইনজীবীর উদ্দেশ্য়ে আদালতের প্রশ্ন, নির্বাচনের সময় কেন এই বিষয়ে হস্তক্ষেপ করা হবে ? শুনানি শেষ হওয়ার আগে আদালত বিজেপির আইনজীবীকে বলে, ‘‘প্রতিদ্বন্দ্বী তো শত্রু নয় ৷ আমরা ক্ষোভ তৈরি করতে চাই না ৷’’
উল্লেখ্য়, সংবাদমাধ্যমে দেওয়া বিজেপির কিছু বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস ৷ তার পর এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলায় হাইকোর্ট বিজেপির বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি ভঙ্গ হবে, এমন বিজ্ঞাপন প্রকাশিত করা উচিত নয় বলেও জানায় আদালত ৷
ওই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ বিজেপি ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে ৷ কিন্তু সেখানে তাদের আবেদন খারিজ হয়ে যায় ৷ এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি ৷ এবার সেখানেও তাদের আবেদন খারিজ হয়ে গেল ৷
আরও পড়ুন:
এ দিন বিজেপির আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জে কে মহেশ্বরী ও কে ভি বিশ্বানাথের এজলাসে ৷ বিজেপির পক্ষে আইনজীবী ছিলেন পি এস পাটওয়ালিয়া ৷ তাঁকে বিচারপতিরা জানান, হাইকোর্টের দেওয়া আদেশে আদালত হস্তক্ষেপ করতে চায় না । বিচারপতি বিশ্বনাথন বলেন, ‘‘এটা ভোটারদের স্বার্থে হবে না ।’’
পাটওয়ালিয়ার যুক্তি ছিল, সরকারের (পশ্চিমবঙ্গ সরকার) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে । বেঞ্চ প্রাথমিকভাবে বলেছে, বিজ্ঞাপনটি অপমানজনক । পাটওয়ালিয়া এর পর জানান যে বিজেপির বক্তব্য আদালতে শোনা হয়নি ৷ তাছাড়া বিজ্ঞাপনগুলি সত্যের উপর ভিত্তি করে তৈরি বলেও তিনি দাবি করেন । তার পরও তাঁর বক্তব্য়ে বেঞ্চ সন্তুষ্ট হয়নি ৷ বরং বিচারপতিরা জানতে চান, "কেন আমরা নির্বাচনের সময় হস্তক্ষেপ করব ?"
আদালতের নির্দেশে এর পর বিজেপির তরফে মামলা প্রত্যাহার করে নেওয়া হয় ৷ তবে এই মামলায় যে নোটিশ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জারি করেছে ৷ তার বিরুদ্ধে আইন মেনে ফের আবেদন করার স্বাধীনতা শীর্ষ আদালত বিজেপিকে দিয়েছে ৷ এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে বিজেপি চাইলে নির্দেশের পর্যালোচনার জন্য আবার সিঙ্গল বেঞ্চে আবেদন করতে পারে ৷ কিন্তু বিজেপি সুপ্রিম কোর্টে আবেদন করে৷ যা সোমবার খারিজ হয়ে গেল ৷
আরও পড়ুন: