পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইডির সমনে দিল্লিতে হাজিরা না-দেওয়া নিয়ে অভিষেক-রুজিরার আরজি খারিজ সুপ্রিম কোর্টে - School Job Recruitment Scam - SCHOOL JOB RECRUITMENT SCAM

Supreme Court Order on Abhishek Banerjee's plea against ED: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ ইডির সমনে দিল্লির বদলে কলকাতায় হাজিরা দিতে চেয়েই এই মামলা করেছিলেন অভিষেক-রুজিরা ৷ সেই মামলাই খারিজ করে দিল শীর্ষ আদালত ৷

Supreme Court Order on Abhishek Banerjee's plea against ED
ইডির সমনে দিল্লিতে হাজিরা না-দেওয়া নিয়ে অভিষেক-রুজিরার আরজি খারিজ সুপ্রিম কোর্টে (ইটিভি ভারত)

By ANI

Published : Sep 9, 2024, 1:45 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি-র তদন্তের বিরুদ্ধে দায়ের হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রীর আবেদন খারিজের রায় দেয় শীর্ষ আদালতের দুই বিচারপতি বেলা ত্রিবেদী ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ ৷

অভিষেক ও তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টে নিজেদের আবেদনে জানিয়েছিলেন যে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করুক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ তাঁদের যেন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র দিল্লির অফিসে তলব না করা হয় ৷

এই মামলার শুনানি গত 13 অগস্ট শেষ হয়ে যায় ৷ তার পর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার সেই রায় দেওয়া হল ৷ রায়ের পর এটা স্পষ্ট যে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বা স্ত্রীকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করায় আর কোনও বাধা রইল না ইডির কাছে ৷

উল্লেখ্য, আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি ৷ তার মধ্যে কয়লাপাচার, গরুপাচার ও স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়িয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে তাঁর স্ত্রীর নামও জড়িয়েছে ৷ তিনি ও তাঁর স্ত্রী একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ৷ অভিষেক দিল্লিতে গিয়ে ইডির অফিসে যেমন হাজিরা দিয়েছেন ৷ কলকাতাতেও ইডির অফিসে তিনি হাজিরা দিয়েছেন ৷

একই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 2023 সালে তিনি যখন দলীয় কর্মসূচিতে রাজ্য সফর করছিলেন, সেই সময় তাঁকে সিবিআই তলব করে ৷ তিনি কর্মসূচি স্থগিত করে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details