পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশির অধিকারীকে প্রণাম করে পদ খোয়ালেন সুবল, কাঁথি পৌরসভার নয়া চেয়ারম্যান অখিল-পুত্র

Contai Municipality: সুপ্রকাশ গিরি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির পুত্র তথা এই পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম করা, গুরু বলার পাশাপাশি তিনি পৌরসভার উন্নয়নমূলক কোনও কাজ ও কাউন্সিলরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছিলেন না এমন অভিযোগ উঠে এসেছিল সুবল মান্নার বিরুদ্ধে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 7:48 PM IST

পৌরসভার চেয়ারম্যান পদ খোয়ালেন সুবল মান্না

কাঁথি, 1 ফেব্রুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিতর্কিত কাঁথি পৌরসভাযর চেয়ারম্যান নিযুক্ত হলেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করা ও গুরু বলে সম্বোধন করায় ইতিমধ্যে পদ খুইয়েছেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল মান্না। বৃহস্পতিবার দলীয় নির্দেশ মেনে নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি।

সুপ্রকাশ গিরি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির পুত্র, যিনি ইতিপূর্বে এই পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম করা, গুরু বলার পাশাপাশি পৌরসভার উন্নয়নমূলক কোনও কাজ ও কাউন্সিলরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছিলেন না বলে অভিযোগ ওঠে সুবল মান্নার বিরুদ্ধে। তিনি পৌরপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে দলীয় হুইপ অমান্য করেছিলেন। যে কারণে পৌর আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস থেকে জয়ী 16 জন কাউন্সিলর। তিনি যথাসময়ে মিটিংও ডাকছিলেন না বলে অভিযোগ। এরপর সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে সরানো হয়েছিল।

এদিন দলীয় নির্দেশে সুপ্রকাশ গিরিকে পৌরপ্রধান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিরঞ্জন মান্নাকে নিযুক্ত করা হয়েছে বলে খবর। এদিন কাঁথি পৌরসভার পৌরপ্রধানকে শপথ বাক্য পাঠ করান কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। এদিন বোর্ড মিটিংয়ে সকল কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হলেও বিজেপির তিন কাউন্সিলর ও প্রাক্তন পৌরপ্রধান সুবল মান্না উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, 2022 সালে পৌর ভোটে কাঁথি পৌরসভার 21টি ওয়ার্ডের মধ্যে 17টিতেই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। বাকি তিনটি আসনে বিজেপি জিতেছিল। একটিতে নির্দল প্রার্থী জিতলেও পরে তিনি তৃণমূলে যোগদান করেন। তারপর তৃণমূলের তরফ থেকে সুবল মান্নার নাম পৌরপ্রধান হিসেবে ও ভাইস চেয়ারম্যান মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির নাম পাঠানো হয়েছিল।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিল গিরি, সভাধিপতি উত্তম বারিক, মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য্য-সহ একাধিক নেতৃতরা। এদিন সুপ্রকাশ গিরি চেয়ারম্যান পদে বসার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা।

আরও পড়ুন:

  1. মেয়াদ বাড়ল না দেবাশিসের, আপাতত বিশেষ সচিব শূন্য রাজ্যপাল
  2. 'চোর হলে তাদের তাড়িয়ে দিন, তৃণমূলকে চোর বলবেন না'; দলীয় কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী
  3. সাইবার প্রতারণায় মৃত্যু তরুণীর, লাদাখ পুলিশের জালে কলকাতার যুবক

ABOUT THE AUTHOR

...view details