পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের সাহায্যের জন্য উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ডাকতে হবে, মমতাকে কটাক্ষ সুকান্তর - SUKANTA MAJUMDAR SLAMS MAMATA

মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে স্নান করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
গঙ্গাসাগরে স্নানের পর ধামসা বাজাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 2:32 PM IST

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 14 জানুয়ারি: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন সুকান্ত মজুমদার ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি সুকান্ত গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তোলা মমতার অভিযোগেরও জবাব দিয়েছেন ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সাহায্য পেতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাতে হবে ৷ মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে হবে ৷

এদিন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরের এক নম্বর স্নানঘাটে ডুব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে বেশ কিছু বিজেপি নেতাও ছিলেন ৷ তাঁদের সঙ্গে নিয়ে স্নান করেন সুকান্ত । স্নান করার পর বেশ কিছুক্ষণ ধামসা বাজাতে দেখা যায় তাঁকে । এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷

কেন্দ্রের সাহায্যের জন্য উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ডাকতে হবে, মমতাকে কটাক্ষ সুকান্তর (ইটিভি ভারত)

উল্লেখ্য, গঙ্গাসাগর নিয়ে প্রতিবারই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারও মেলার উদ্বোধনে গিয়ে একই অভিযোগ শোনা গিয়েছিল তাঁর মুখে ৷ এই নিয়েই প্রশ্ন করা হয় সুকান্ত মজুমদারকে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘গঙ্গাসাগর মেলা নিয়ে সাহায্য পেতে গেলে তো প্রধানমন্ত্রীকে বলতে হবে । তাঁকে উদ্বোধনে ডাকতে হবে । প্রধানমন্ত্রীর দু-চারটে ছবিও থাকতে হবে । গোটা মেলা প্রাঙ্গন দেখে তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নেই ।’’

গঙ্গাসাগরে স্নান কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (নিজস্ব ছবি)

এর পর তাঁর কটাক্ষ, ‘‘গঙ্গাসাগরে আসা সমস্ত রাস্তার দুই ধারে ওঁর (মমতা) ছবি টাঙানো আছে । এবং তার ফাঁকে ফাঁকে উঁকি মারছে তার ভাইপো ।’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গঙ্গাসাগরে মূল রাস্তার উপরে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটি তোরণ লাগানো হবে বলে স্থানীয় বিডিও অফিসে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল ৷ কিন্তু স্থানীয় বিডিও অনুমতি দেননি । তাই মোদির মন্ত্রী সুকান্তর প্রশ্ন, যে মেলায় প্রধানমন্ত্রীর ছবির ঠাঁই নেই, সেই মেলা জাতীয় স্বীকৃতি কী করে পাবে ?

গঙ্গাসাগরে স্নানের পর ধামসা বাজাচ্ছেন সুকান্ত মজুমদার (নিজস্ব ছবি)

এছাড়া তিনি মেলা নিয়ে নানা ব্যবস্থার অভিযোগ করেন ৷ প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, পুলিশ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আসবেন । কিন্তু সরকারি নির্ধারিত ভাড়া কী, রেট চার্ট কত, তা তো কেউ জানেন না । পুণ্যার্থীদের কাছ থেকে যে যেরকম পাচ্ছেন লুটে নিচ্ছেন ।

গঙ্গাসাগরে স্নান কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (নিজস্ব ছবি)

সুকান্ত প্রশ্ন তোলেন, গঙ্গাসাগরে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে ? একই সঙ্গে তিনি ড্রেজিং করানো নিয়ে রাজ্যের দাবিকে উড়িয়ে দিয়েছেন ৷ ড্রেজিং নিয়ে রাজ্যের দাবি ভুয়ো বলেই মনে করেন সুকান্ত ৷ পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে আরও একবার সরব হয়েছেন ৷ জানিয়েছেন, এই নিয়ে ভারত সরকার-সহ সকলেই বারবার প্রতিবাদ করেছে ৷ অন্যদিকে রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারের কাজ শুধু জঙ্গিদের বাংলায় অনুপ্রবেশে সাহায্য করা, এমন অভিযোগও করেছেন সুকান্ত ৷

গঙ্গাসাগরে স্নান বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (নিজস্ব ছবি)

এদিকে সুকান্ত মঙ্গলবার গঙ্গাসাগরে স্নান করলেও তাঁর আগেই সোমবার এখানে স্নান করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ৷ রবিবার তিনি গঙ্গাসাগরে আসেন ৷ সোমবার ভোরেই স্নান সারেন ৷

ABOUT THE AUTHOR

...view details