পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মেয়েদের সম্মান রক্ষায় ভেবেচিন্তে ভোট দিন', তালডাংরার প্রচারে বললেন সুকান্ত

তালডাংরার প্রচারে রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপি'র রাজ্য সভাপতি ৷ আসন্ন উপনির্বাচনে ভাবনা চিন্তা করে ভোট দিতে বললেন তিনি ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 7:55 AM IST

বাঁকুড়া, 8 নভেম্বর: রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচন ৷ তালিকায় রয়েছে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রও ৷ 13 নভেম্বর ভোট ৷ তার আগে প্রচারে ব্যস্ত প্রার্থী থেকে দলের নেতা-নেত্রীরা ৷ তালডাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে প্রচার সারলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ প্রচারে ফের আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে তুলে ধরলেন তিনি ৷

তালডাংরার সবজি মার্কেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার একটি জনসভা করে বিজেপি ৷ সভায় বক্তব্য রাখার সময় সুকান্ত বলেন, "বিজেপির নেতা হিসাবে নয়, দুই মেয়ের বাবা ও অধ্যাপক হিসাবে বলছি, ভাবনা চিন্তা করে ভোট দিন ৷ আমার বাড়িতে দু'টি মেয়ে আছে ৷ আর সেটা ভেবেই আরজি কর কাণ্ডের প্রতিবাদ করেছিলাম ৷ আজও সেকথা ভেবেই আপনাদের কাছে ভোট চাইছি ৷"

তালডাংরার প্রচারে বিজেপির রাজ্য সভাপতি (ইটিভি ভারত)

আরজি কর-কাণ্ডের পর রাজ্য়ে মেয়েদের সুরক্ষা নিয়ে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি ৷ এদিনও তার অন্যথা হয়নি ৷ তিনি বলেন, "বাঁকুড়ার মানুষ শিক্ষিত ৷ তাই আমার অনুরোধ মেয়েদের সম্মান রক্ষায়, তাদের সুরক্ষা দেওয়ার কথা ভেবে নরেন্দ্র মোদির প্রতিনিধিকে ভোট দিন ৷ কোনও কয়লা চোরের প্রতিনিধিকে ভোট নয় ৷"

এদিন, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভার পাশাপাশি হনুমান মন্দির থেকে সবজি মার্কেট পর্যন্ত একটি ব়্যালিতেও যোগ দেন সুকান্ত ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রচারে বিজেপি-র রাজ্যে সভাপতির উপস্থিতি ভোটের আগে দলের কর্মী-সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাবে ৷

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র শ্যামল সরকারকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তাঁকেই বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল ৷ ভোটে জিতে এই মুহূর্তে সাংসদ হয়েছেন বাঁকুড়া সাংঠনিক জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী । ফলে 13 নভেম্বর তাঁর ছেড়ে যাওয়া এই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন।

পড়ুন:সুকান্তর নামে থানায় অভিযোগ, মানহানির হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের

ABOUT THE AUTHOR

...view details