কলকাতা, 21 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় - প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গেই আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন অধ্যাপক ও শিক্ষাকর্মীরা । এবার সেই পথেই বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক ও শিক্ষাকর্মীরা ৷
আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ক্রমে বাড়ছে ৷ প্রতিবাদ কর্মসূচিতে লাঠি চালানো ও বাড়ি গিয়ে সতর্ক করার মতো পুলিশি কার্যকলাপের অভিযোগে ক্ষোভের আঁচ আরও কয়েকগুণ বেড়েছে । হাসপাতাল থেকে আদালত, বিশ্ববিদ্যালয় - বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ৷ এর আগেই সুবিচারের দাবিতে পথে নেমেছিলেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ আর আজ অবস্থান বিক্ষোভ চলল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷
এদিন কলকাতা বিশ্বিদ্যালয়ের মূল ভবনের প্রধান প্রবেশদ্বারের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ অবস্থানে সামিল হন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীরা । প্রত্যেকেই আরজি করের ঘটনার তীব্র ধীক্কার জানান । বক্তব্যের পাশাপাশি গানে ও কবিতাতেও ওঠে প্রতিবাদের ঝড় ৷ অবস্থান মঞ্চের সামনে রাস্তা আটকে পথে বসে পড়েন প্রতিবাদীরা । সেখানে পথনাটক অনুষ্ঠিত হয় । স্তব্ধ হয়ে যায় কলেজ স্ট্রিট চত্বর । বিধান সরণিতে বন্ধ হয়ে যায় যান চলাচল । অবস্থান মঞ্চের পাশেই বিচার চেয়ে স্বাক্ষর অভিযান চালানো হয় । বিশ্ববিদ্যালয়ে আসা সাধারণ ছাত্রছাত্রীরা সাদা বোর্ডে তাঁদের সমর্থন জানিয়ে এক এক করে সই করে যান । সই করেন পথচলতি আমজনতাও ।