কোচবিহার, 2 জুলাই: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে আসা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে মারধরের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে। সোমবার এমনই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ (ইটিভি ভারত) ছাত্রদের অভিযোগ, উপাচার্য ড: নিখিল চন্দ্র রায় অনৈতিক কাজ করেছেন তাই ঘর তালাবন্ধ করা হয়েছে। পাশাপাশি, ইসি মিটিং প্রথম থেকেই বলা হয়েছে অবৈধ ৷ এই মিটিং বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হওয়ার কথা থাকলেও কেন তা ভার্চুয়ালি হয়েছে? এছাড়াও নানাবিধ আরও অভিযোগ তুলে এদিন দুপুরে উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে দেন পড়ুয়ারা ৷ উপাচার্যকে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । দেখানো হয় বিক্ষোভও।
সে সময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে আসা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুবিনয় সাহা রায়কে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। যদিও সুবিনয় বাবু জানান, উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পড়ুয়াদের একাংশ হেনস্তা করেছেন। উপাচার্য বলে, "এদিন সকালে সাসপেন্ডেড রেজিস্ট্রার তালা ভেঙে বন্ধঘরে বেআইনিভাবে ঢুকেছেন । পরে অফিসে ঢুকতে এসে দেখি ঘর বাইরে থেকে তালা বন্ধ। পুলিশকে জানিয়েছি।"
উল্লেখ্য, এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল আগেই। আবার উপাচার্য যাতে ঘরে ঢুকতে না পারেন দরজার বাইরে বসে পড়েন ছাত্ররা। পুলিশকে ফোন করে দরজা খুলে দেওয়ার আবেদন জানান উপাচার্য। কিন্তু তাতেও কোনও কাজ হয় না ৷
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েকমাস ধরেই উপাচার্য ও রেজিস্ট্রারের মধ্যে বিরোধ চলছিল। এরপর রেজিস্ট্রারকে সাসপেন্ড করেন উপাচার্য। সেখানে অস্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করেন উপাচার্য। এরপর থেকে দীর্ঘদিন তিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি। এরপর এদিন সাসপেন্ডেড রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে 'জোর' করে ঢোকেন বলে অভিযোগ। পাশাপাশি কিছুদিন আগেই উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী এবং ছাত্রছাত্রীরা।