জগদ্দল, 15 জানুয়ারি: পড়া পারিস না । তোর এত দেমাক কীসের ? প্রকাশ্য রাস্তায় ছাত্রকে ভর্ৎসনা শিক্ষকের । অপমানে বাড়ি ফিরে চরম সিদ্ধান্ত নিল দ্বাদশ শ্রেণির ছাত্র । মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জগদ্দলে । পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম রাজা দে (17)। বুধবার সকালে মৃত ছাত্রের পরিবারের লোকেরা ওই শিক্ষকের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । মৃত ছাত্রের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজা শ্যামনগর কান্তিচন্দ্র হাইস্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ত । ওই স্কুলেরই পার্শ্বশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের কাছে বাংলা টিউশন পড়তে যেত সে । মঙ্গলবার ওই শিক্ষক দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে রানাঘাটে সিনেমা দেখতে নিয়ে গিয়েছিলেন । সিনেমা দেখে বেরোনোর পর সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে গ্রুপ ছবি তুলতে চেয়েছিলেন স্যার । কিন্তু রাজা ও আরেক ছাত্র ছবি তুলতে রাজি হয়নি । তখন ওই শিক্ষক রাস্তার মাঝেই সবার সামনে পড়াশোনা নিয়ে অপমান করেন । তারপর থেকে বাড়ি ফেরার সময় গোটা রাস্তা চুপচাপ ছিল রাজা ৷ রাতে বাড়ি ফিরে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় । খবর পেয়ে পুলিশ ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে । দেহ পাঠানো হয় ময়নাতদন্তে ৷