পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যুৎস্পৃষ্ট তৃতীয় শ্রেণির ছাত্রী! রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ - Student Electrocuted - STUDENT ELECTROCUTED

Student Electrocuted in Chandrakona: বন্ধুর বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল তৃতীয় শ্রেণীর পড়ুয়া। মর্মান্তিক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা।

Student Electrocuted
ছাত্রী মৃত্যুতে বিক্ষোভ চন্দ্রকোণায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 10:44 PM IST

চন্দ্রকোণা, 25 জুলাই: বন্ধুর বাড়িতে খেলতে গিয়ে ছাদের পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজ তারের সংস্পর্শে এসে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর। ঘটনার পর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোণা থানার পুলিশ। শুক্রবার এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায়।

জানা গিয়েছে, মৃতের নাম আরাধ্য দলুই। তৃতীয় শ্রেণির ছাত্রী। এদিন স্কুল শেষে বিকেলে স্থানীয় দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা মিঠুন খাঁড়ার মেয়ে পিউ খাঁড়ার সঙ্গে তাদের বাড়িতে খেলতে গিয়েছিল। সেই বাড়ির পাশ দিয়েই গিয়েছে 33 হাজার ভোল্টের ইলেকট্রিক তার। ছাদে খেলার সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

আরাধ্যাকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা । তাঁদের অভিযোগ, এর আগেও আরও দু'জন এভাবেই মারা গিয়েছেন। একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে । তবু ওই হাইভোল্টেজ তার সরানো হয়নি। আর তার জেরেই ছোট্ট মেয়েটির প্রাণ চলে গেল। স্থানীয়দের একাংশ মনে করছে, আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিলে ছোট্ট মেয়েটির প্রাণ এভাবে চলে যেত না।

ছাত্রীর মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী দক্ষিণবাজারে চন্দ্রকোণা-মেদিনীপুর রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। রীতিমতো রাজ্যসড়কের উপর শুয়ে পড়ে চলে অবরোধ বিক্ষোভ। যার জেরে গুরুত্বপূর্ণ রাজ্যসড়কে সন্ধ্যা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই ঘটনায় ঘটনাস্থলে চন্দ্রকোণা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ।

ABOUT THE AUTHOR

...view details