কুশমন্ডি, 10 জুলাই: স্কুল চলাকালীন স্কুলের মধ্য়েই ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে ৷ বুধবার ঘটনাটি ঘটে কুশমণ্ডি কচড়া হাইস্কুলে ৷ মৃত ছাত্রের নাম অভিজিৎ সরকার (12) ৷ সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৷
তাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও গ্রামবাসীরা ৷ অভিযোগ, শিক্ষকদের স্কুলে আটকে রেখে চলে বিক্ষোভ । স্কুলে ঢুকে কার্যত তাণ্ডব চালায় গ্রামবাসীরা । প্রধান শিক্ষক-সহ বেশ কয়েকজন শিক্ষককে মারধর করা হয় ৷ স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয় । বেশকিছু স্কুল-শিক্ষকের বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় । পুলিশ গিয়েও পরিস্থিতি সামলাতে পারেনি ৷ গ্রামবাসীদের বিক্ষোভের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে পুলিশ ।
স্কুল চলাকালীন অসুস্থ হয়ে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি (নিজস্ব চিত্র) ওই স্কুলের ছাত্র শুভঙ্কর সরকার বলে, ‘‘মিড ডে মিল দেওয়ার সময় অভিজিৎ সরকার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং তার শ্বাসকষ্ট শুরু হয় । আমরা সঙ্গে সঙ্গে ওই ছাত্রকে নিয়ে যাই প্রধান শিক্ষকের ঘরে । কিন্তু সেখানে অভিজিতের চিকিৎসার ব্যবস্থা করেনি ৷ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি । কিছুক্ষণের মধ্যেই স্কুলের ভিতরেই মারা যায় অভিজিৎ ৷’’
স্কুল চলাকালীন অসুস্থ হয়ে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি (নিজস্ব চিত্র) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ অসুস্থ হওয়ার পরই হইচই শুরু হয় ৷ স্কুলের বাইরে খবর চলে আসে ৷ গ্রামবাসীরা পৌঁছে যায় ৷ অভিজিতের পরিবারের লোকও আসেন ৷ তাঁরাই অভিজিৎকে ইটাহার গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
স্কুল চলাকালীন অসুস্থ হয়ে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি (নিজস্ব চিত্র) মৃত্যুর খবর আসতেই স্কুল চত্বরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ কচড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ৷ বিভিন্ন শিক্ষক-সহ প্রধান শিক্ষকের জবাবদিহি চাওয়া হয় ৷ অভিযোগ, তাঁরা সদুত্তর দিতে না পারায় স্কুলের সামনে থাকা একটি বাইকে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা ৷ স্কুলে ভাঙচুর চালানো হয় ৷ মারধর করা হয় শিক্ষকদের ৷
স্কুল চলাকালীন অসুস্থ হয়ে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি (নিজস্ব চিত্র) এই পরিস্থিতির খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় কুশমণ্ডি থানার পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ পরে গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্যর নেতৃত্বে আরও পুলিশ যায় ঘটনাস্থলে ৷ তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷
মৃত ছাত্র অভিজিৎ সরকার (নিজস্ব চিত্র) স্থানীয় বাসিন্দা ভোলানাথ দাস বলেন, ‘‘টিফিন চলাকালীন বাচ্চাটা অসুস্থ হয়ে যায় ৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য এগিয়ে আসেনি । আমরা প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।’’ গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য জানান, ছাত্রমৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷ এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ মেলেনি মৃতের পরিবারের প্রতিক্রিয়াও ৷