কলকাতা, 19 ফেব্রুয়ারি: এবার মাওবাদী দমনে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । একসময় ভারতীয় সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করত ৷ এবার সেই পদ্ধতি ব্যবহার করে মাওবাদী দমনে সক্রিয় ভূমিকা পালন করতে চাইছে এসটিএফ। জানা গিয়েছে, রাজ্যে সন্ত্রাসবাদী সংগঠন ও বিশেষ করে বাঁকুড়া ,পুরুলিয়ায়, জঙ্গলমহলে মাওবাদীদের মোকাবিলায় এসটিএফের গোয়েন্দারা এবার অত্যাধুনিক থ্রি-ডি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবেন।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক শীর্ষ আধিকারিক বলেন, "দুর্ভেদ্য পাহাড়-জঙ্গলে ঘেরা কিংবা ঘিঞ্জি শহুরে এলাকায় জঙ্গিদের ঘাঁটি অতি সক্রিয়ভাবে চিহ্নিত করবে এই প্রযুক্তি। পাশাপাশি প্রয়োজনে সেখানে অভিযান চালাতেও পারবেন গোয়েন্দারা।" জানা গিয়েছে, রাজ্যের একাধিক থানা ও সিআইডি এবং এসটিএফের হাতে যে সকল মাওবাদী ও জঙ্গিগোষ্ঠীর ছবি, তাদের ফিঙ্গারপ্রিন্ট ও চোখের ছবি গচ্ছিত রয়েছে, সেই সকল তথ্যগুলি একত্রিত করা হয়েছে । এরপর সেই সমস্ত একত্রিত তথ্যগুলি সিস্টেমে ফেলে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা চালু করবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।