চুঁচুড়া, 29 জানুয়ারি: নাবালককে খুনের জেরে সৎবাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা চুঁচুড়া আদালতের। সোমবার আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা অরবিন্দ তাঁতিকে দোষী সাব্যস্ত করেন। বুধবার বিচারক যাবজ্জীবনের সাজা শোনান। একই সঙ্গে ওই কিশোরের মা-কে দু'লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব দেয় আদালত।
সম্পর্কের ভাঙা-গড়া
মায়ের সঙ্গে হুগলি স্টেশন সংলগ্ন কৃষ্ণপুরে থাকত নাবালক। মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ব্যান্ডেল লিচু বাগান এলাকার বাসিন্দা অরবিন্দ তাঁতির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর তাঁরা একসঙ্গে ব্যান্ডেল লালবাবা আশ্রমে ভাড়া থাকতে শুরু করেন। সে সময় তাঁরা বিয়ে করেন বলে জানা গিয়েছে। কিছুদিন পর থেকেই নিয়মিত অশান্তি ঝগড়া লেগেই থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। 2016 সালের 31 ডিসেম্বর লালবাবা আশ্রমের ভাড়া বাড়ি ছেড়ে হুগলির কৃষ্ণপুরে ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন ওই মহিলা ৷ তখন নাবালকের বয়স ছিল 11 বছর।
ঘটনার দিন কী হয়েছিল ?