পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

5 বছর ধরে কিশোরীকে লাগাতার ধর্ষণ বাবার ! সব জেনেও চুপ ছিলেন মা - MINOR GIRL RAPED

সোমবার রাতে ঘুমের মধ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ ঘটনায় পুলিশি স্ক্যানারে নির্যাতিতার মায়ের ভূমিকাও ৷

MINOR GIRL RAPED
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 4:21 PM IST

কৃষ্ণনগর, 21 জানুয়ারি:নাবালিকাকে লাগাতার 5 বছর ধরে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে ৷ নদিয়ার কৃষ্ণনগরের ঘটনায় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা ৷ তাঁদেরই অভিযোগের ভিত্তিতে বছর 43-এর ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বাড়িতে সকলে ঘুমিয়ে পড়ার পর, নাবালিকাকে আবারও ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ সেই সময় নাবালিকার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে চলে আসেন এবং অভিযুক্তকে অসংলগ্ন অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন ৷ এরপর তাঁরাই পুলিশে খবর দেন ৷ প্রতিবেশী এক মহিলা নাবালিকার হয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতারও করেছে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান ৷ অভিযোগ, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ না-করেই, দ্বিতীয়বার বিয়ে করেন তিনি ৷ যদিও, প্রথম স্ত্রী-ও এ নিয়ে পুলিশে অভিযোগ করেননি বলে দাবি প্রতিবেশীদের ৷ নির্যাতিতা নাবালিকা অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী-র মেয়ে ৷

তবে প্রশ্ন উঠছে, পাঁচ বছর ধরে নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা বাড়িতে কেউ জানতে পারলেন না ! অভিযোগকারী প্রতিবেশী জানিয়েছেন, নির্যাতিতা নাবালিকা একাধিকবার তাঁর মাকে বিষয়টি জানিয়েছিল ৷ অভিযোগ, তিনি বিষয়টি বিশ্বাস করতে চাননি ৷ প্রতিবারই মেয়েকে চুপ করিয়ে দিয়েছেন ৷ বাধ্য হয়ে সম্প্রতি ওই নাবালিকা তাঁদের কয়েকজনকে বিষয়টি জানায় ৷ এরপর থেকেই প্রতিবেশী কয়েকজন মহিলা নাবালিকা এবং অভিযুক্তের উপর নজর রাখছিলেন ৷

সোমবার রাতে নাবালিকার চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান ৷ অভিযোগ, সেখানেই অসংলগ্ন অবস্থায় অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা ৷ এ নিয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি ৷ আজ তাঁকে আদালতে তোলা হয়েছে ৷ আমরা ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষার প্রক্রিয়া চালাচ্ছি ৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷"

তবে, পুরো ঘটনায় নির্যাতিতা নাবালিকার মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা ৷ পুলিশ সূত্রে খবর, তদন্তে নাবালিকার মাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ মেয়ের অভিযোগের পরেও কেন তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি, তার কারণ তখনই জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details