বোলপুর, 24 অগস্ট: বিরোধীদের অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন রাজ্য়ার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।" সিউড়ি পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখানেই শেষ নয়, মন্ত্রী আরও বলেন, "সঞ্জয়ের আড়ালে অন্য দোষীরা যেন ছাড় না পেয়ে যায় তাও দেখা উচিত সিবিআইয়ের ৷" আরজি কর-কাণ্ড নিয়ে বিরোধীদের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে তিনি এমনই বিতর্কিত মন্তব্য করেন চন্দ্রনাথ ৷
এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন ৷ সেই দিকেই হাঁটছেন তাদেরই মন্ত্রী ৷ সন্দীপদেরকে সঞ্জয় করার সুযোগ করে দেওয়া হচ্ছে ৷ সব কিছু ধামাচাপা দেওয়ার দারুণ প্রচেষ্টা।" রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখা যাক আদৌ একজন দোষী কি না ৷ এর পিছনে আরও কেউ থাকতে পারে ৷ সেই ব্যাপারে ঠিকঠাক তদন্ত হওয়া দরকার।"