দুর্গাপুর, 30 অক্টোবর: মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের প্যান্ডেলে ব্যবহার করা হল ত্রাণের ত্রিপল । বিতর্কের মুখে দুর্গাপুর পুরনিগমের কর্মী । এর আগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছে ৷ দুর্গাপুরের এ দিনের ঘটনা সেই অভিযোগকেই আরও একবার উসকে দিল ৷
জানা গিয়েছে, দিন কয়েক আগে দুর্গাপুর পুরনিগমের চার নম্বর বরো অফিসের কর্মী শুভ দত্তর মায়ের মৃত্যু হয় । দুর্গাপুরের সিটি সেন্টারের আম্বেদকর সরণীর বাড়িতে মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করেন তিনি ৷ সেখানে দেখা যায়, বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেল করা হয়েছে । তিনি কোথায় পেলেন এই সরকারি ত্রিপল ? উত্তর দিতে গিয়ে শুভ দত্ত ডেকরেটার্সের কর্মীদের ঘাড়েই দায় চাপান ।
ত্রাণের ত্রিপল ব্যবহার করে বিতর্কে পুরনিগমের কর্মী (ইটিভি ভারত) যদিও দুর্গাপুর নগর নিগমের কর্মীর অভিযোগ মানতে নারাজ ডেকরেটার্স সংস্থা ৷ ডেকোরেটার্সের কর্মী সাফ জানালেন, এই সরকারি ত্রিপল বাড়ির মালিক অর্থাৎ শুভ দত্তই দিয়েছেন । এরপরেই সরকারি ত্রাণের ত্রিপল নয়ছয়ের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা ।
শ্রাদ্ধানুষ্ঠানে ত্রাণের ত্রিপল ব্যবহার (নিজস্ব ছবি) বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "এটাই বাংলার পরিস্থিতি । গরিব মানুষ বন্যার জলে ভেসে যাচ্ছে, বৃষ্টির জলে বাড়ি ভেঙে অসহায় হয়ে পড়ছে । তাদের ত্রিপল না দিয়ে সেগুলি দিয়ে শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেল করছেন দুর্গাপুর নগর নিগমের কর্মী । এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কী হতে পারে । আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি ।"
বিশ্ব বাংলা লোগো লাগানো সরকারি ত্রিপল (নিজস্ব ছবি) দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ধরনের অন্যায় কেউ করলে তাঁর বিরুদ্ধে দ্রুত নগর নিগমের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে ।" নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদের কথায়, "এই বিষয়টা আমাদের নজরে নেই । এই ধরনের অন্যায় কাজ যদি কেউ করে থাকেন তাঁর বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে ।"
দুর্গাপুর নগর নিগমের কর্মী শুভ দত্ত (নিজস্ব ছবি) শ্রাদ্ধানুষ্ঠানে ত্রাণের ত্রিপল ব্যবহার করা হল (নিজস্ব ছবি)