পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুক্র থেকে দুয়ারে সরকার ক্যাম্প, কতদিন চলবে ? কী গাইডলাইন রাজ্যের - DUARE SARKAR

শুক্রবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে ৷ তার আগে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার ৷ জারি করা হয়েছে বিশেষ গাইডলাইন ৷

ETV BHARAT
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 3:16 PM IST

কলকাতা, 23 জানুয়ারি:রাজ্য প্রশাসনকে মানুষের দরজায় নিয়ে যেতে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে আরও এক দফায় দুয়ারে সরকার প্রকল্প । এবার নবম সংস্করণ । রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যের সব জেলাতেই ক্যাম্প করে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, তপশিল বন্ধু-সহ 37টি সরকারি পরিষেবা মিলবে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে ।

মূলত এই দুয়ারে সরকারের কার্যক্রম হচ্ছে দুটি ধাপে । প্রথম ধাপে হবে আবেদন গ্রহণ । 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফায় চলবে আবেদন গ্রহণের প্রক্রিয়া । এরপর 28 ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি পরিষেবা প্রদানের কার্যক্রম চলবে রাজ্যের বিভিন্ন জেলায় ।

যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার (নিজস্ব চিত্র)

রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, "প্রত্যেক দুয়ারে সরকার ক্যাম্পের মতোই আমাদের এবারের দুয়ারে সরকার ক্যাম্পে বাড়তি গুরুত্ব দেওয়া হবে এখনও যাঁরা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন, তাদের পরিষেবা প্রদানের উপর । বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে যাতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ।"

ইতিমধ্যেই এই দুয়ারে সরকার ক্যাম্প সফল করার জন্য প্রত্যেক জেলার জেলাশাসককে রাজ্য প্রশাসনের তরফ থেকে এই নিয়ে গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে । শহর কলকাতা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সরাসরি সরকারি পরিষেবাগুলোর লাভ পেতে পারে, তার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পের সাহায্য নিতে বলা হয়েছে ।

রাজ্য প্রশাসনের গাইডলাইনে যে কথাগুলি বলা রয়েছে তা নিম্নরূপ, এখানে স্পষ্টত বলা হয়েছে, পরিষেবা গ্রহণের জন্য যাঁরা দুয়ারে সরকারের ক্যাম্পে আসবেন, তাঁরা যাতে প্রত্যেকেই এই পরিষেবা পান তা নিশ্চিত করতে হবে । শুধু পরিষেবার জন্য আবেদনের বিষয়টি নিশ্চিত করা নয়, যাতে দ্রুত তার সমস্যার সমাধান করা যায় তাও দেখতে হবে ।

এখানেই শেষ নয়, এই গাইডলাইনে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত যে সংখ্যক মানুষ এই দুয়ারে সরকার পরিষেবার বাইরে রয়েছেন, তাঁদের এর আওতায় নিয়ে আসতে হবে । বিশেষ করে, প্রত্যন্ত আদিবাসী এলাকা, দুর্গম পাহাড়ি এলাকা অথবা দ্বীপ এলাকায় পিছিয়ে পড়া প্রান্তিক মানুষজনকে দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্ভুক্ত করতে এবং তাঁদের সুবিধা পাইয়ে দিতে সরকার কী উদ্যোগ নিয়েছে তা নিয়ে প্রচার করতে হবে ।

এখানেই শেষ নয়, যে বিশাল সংখ্যক মানুষ প্রত্যেকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে আসবেন, সেগুলির ডিজিটাল ডকুমেন্টেশন করে রাখার কথা বলেছে রাজ্য । বলা হয়েছে, চিত্তাকর্ষক অডিয়ো ভিজুয়াল টেস্টিমোনিয়াল তৈরি করতে হবে । মোটের উপর আরও একটা দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগে প্রস্তুত রাজ্য প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details