পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুনিয়র ডাক্তারদের শর্ত মানল রাজ্য সরকার, জট কেটে শুরু বৈঠক - MAMATA AND JUNIOR DOCTORS MEETING - MAMATA AND JUNIOR DOCTORS MEETING

Mamata Banerjee and Junior Doctors Meeting: এর আগে দু’বার রাজ্য সরকার ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠক ভেস্তে গিয়েছে ৷ নবান্নে লাইভ স্ট্রিমিং ও কালীঘাটে ভিডিয়ো রেকর্ডিং নিয়ে জটিলতার জেরে বৈঠক হয়নি ৷ অবশেষে সোমবার বৈঠক হয়েছে ৷

Junior Doctors on State Meeting Invitation
জুনিয়র ডাক্তারদের শর্ত মানল রাজ্য সরকার, বৈঠক ঘিরে জট কাটার সম্ভাবনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 4:51 PM IST

Updated : Sep 16, 2024, 7:56 PM IST

বিধাননগর, 16 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডের পর পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ সেই দাবি আদায়ে তাঁদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক নিয়ে টালবাহানা চলছে গত কয়েকদিন ধরে ৷ সেই টালবাহানা কেটে কি সোমবার দু’পক্ষ মুখোমুখি হল৷ সন্ধের দিকে বৈঠক শুরু হয় ৷

এ দিন রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব মনোজ পন্থ ইমেল করেন জুনিয়র ডাক্তারদের ৷ সেই ইমেলে তিনি আন্দোলনকারীদের শেষবারের জন্য বৈঠকে বসার জন্য আহ্বান জানান ৷ সেই আহ্বান পাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনা করেন জুনিয়র ডাক্তাররা ৷ তার পর পালটা ইমেল করেন তাঁরা ৷ সেখানে তিনটি শর্তের কথা উল্লেখ করা হয় তাঁদের তরফে ৷ সেই শর্তগুলির যেকোনও একটি মানলে বৈঠক হবে বলে তাঁরা জানান ৷

সেই ইমেলের পর আবার রাজ্যের তরফে তাঁদের তরফে আবার ইমেল পাঠানো হয় ৷ সেখানে জুনিয়র ডাক্তারদের তরফে দেওয়া তৃতীয় শর্তটি মেনে নেওয়ার কথা জানানো হয় ৷ এর পর অবশ্য বৈঠক নিয়ে জটিলতা কেটে যাওয়ার কথা ৷ কিন্তু ডাক্তাররা পালটা ইমেল করেন ৷ জানতে চান, বৈঠকের কার্যবিবরণী লেখার জন্য তাঁদের তরফে নিয়ে যাওয়া দু’জন পেশাদার স্টেনোগ্রাফারকে বৈঠকে থাকতে দেওয়া হবে কি না ! তাই বৈঠক নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে ৷

এ দিন রাজ্য সরকারের তরফে ইমেল করার পর যে পালটা ইমেল করা হয় জুনিয়র চিকিৎসকদের তরফে, সেখানে তিনটি শর্ত দেওয়া হয় ৷ সেগুলির মধ্যে প্রথমটি হল, দু’পক্ষের ভিডিয়োগ্রাফার রেখে বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং ৷ সেটা সম্ভব না হলে রাজ্য সরকারের তরফে ভিডিয়ো রেকর্ড করা হবে ৷ আর সঙ্গে সঙ্গে তা রাজ্যের তরফে আন্দোলনকারীদের দেওয়া হবে ৷ এটা ছিল দ্বিতীয় শর্ত ৷

এই শর্তেও রাজ্য রাজি না হলে তৃতীয় শর্ত হিসেবে লেখা হয় যে বৈঠকের কার্যবিবরণী দুই পক্ষ সই করবে ৷ আর তা তাঁরা নিয়ে আসবেন ৷ দুপুর 3টে 53 মিনিটে জুনিয়র ডাক্তারদের তরফে এই ইমেল পাঠানো হয় ৷ তার পরই রাজ্য জানায় যে তৃতীয় শর্ত মোতাবেক বৈঠকে বসতে রাজি তারা ৷ মুখ্যসচিব ফের ইমেল করেন ৷ সেখানে বিষয়টি জানানো হয় ৷

এর পর জুনিয়র ডাক্তাররা জানান যে তাঁরা বৈঠকে রাজি, তবে তাঁদের তরফে নিয়ে যাওয়া দু’জন পেশাদার স্টেনোগ্রাফারকে বৈঠকে থাকতে দিতে হবে ৷ সেই নিয়ে আবার রাজ্যকে ইমেল পাঠিয়েছেন তাঁরা ৷ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ চিকিৎসকরা কালীঘাটে পৌঁছান ৷ তার পর তাঁদের দাবি মেনে শুরু হয় বৈঠক ৷

Last Updated : Sep 16, 2024, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details