বিধাননগর, 16 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডের পর পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ সেই দাবি আদায়ে তাঁদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক নিয়ে টালবাহানা চলছে গত কয়েকদিন ধরে ৷ সেই টালবাহানা কেটে কি সোমবার দু’পক্ষ মুখোমুখি হল৷ সন্ধের দিকে বৈঠক শুরু হয় ৷
এ দিন রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব মনোজ পন্থ ইমেল করেন জুনিয়র ডাক্তারদের ৷ সেই ইমেলে তিনি আন্দোলনকারীদের শেষবারের জন্য বৈঠকে বসার জন্য আহ্বান জানান ৷ সেই আহ্বান পাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনা করেন জুনিয়র ডাক্তাররা ৷ তার পর পালটা ইমেল করেন তাঁরা ৷ সেখানে তিনটি শর্তের কথা উল্লেখ করা হয় তাঁদের তরফে ৷ সেই শর্তগুলির যেকোনও একটি মানলে বৈঠক হবে বলে তাঁরা জানান ৷
সেই ইমেলের পর আবার রাজ্যের তরফে তাঁদের তরফে আবার ইমেল পাঠানো হয় ৷ সেখানে জুনিয়র ডাক্তারদের তরফে দেওয়া তৃতীয় শর্তটি মেনে নেওয়ার কথা জানানো হয় ৷ এর পর অবশ্য বৈঠক নিয়ে জটিলতা কেটে যাওয়ার কথা ৷ কিন্তু ডাক্তাররা পালটা ইমেল করেন ৷ জানতে চান, বৈঠকের কার্যবিবরণী লেখার জন্য তাঁদের তরফে নিয়ে যাওয়া দু’জন পেশাদার স্টেনোগ্রাফারকে বৈঠকে থাকতে দেওয়া হবে কি না ! তাই বৈঠক নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে ৷