ডায়মন্ড হারবার, 10 সেপ্টেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার হয়েছেন দুই মহিলা । তাঁদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ৷ তবে পুলিশ সেই অনুমতি দেয়নি ৷ আইনজীবী অভিযুক্তদের সঙ্গে দেখা করতে পেরেছেন ৷ ওই অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী ৷
আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে রোজই রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে ৷ তেমনই একটি মিছিল থেকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সম্পর্কে আপত্তিরক মন্তব্য করেন অভিযুক্ত দুই মহিলা ৷ এদিন তাঁদের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "চারিদিকে ধর্ষণ-খুন হচ্ছে । সেখানে প্রকৃত দোষীরা সাজা পাচ্ছে না ৷ কোনও মিছিলে কেউ কুমন্তব্য করেছেন ৷ তা অবশ্যই সমর্থনযোগ্য নয় । কিন্তু তা-বলে পকসো আইনে ফাঁসিয়ে দেবে বা ধরে এনে মারধর করবে কেন ?"