কলকাতা 17 মে: নামের বানানে সামান্য এদিক ওদিক থাকায় কলকাতা হাইকোর্টের দেওয়া নোটিশ গ্রহণ করেননি রাজ্যের এক সচিব । এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি রাজাশেখর মান্থা শুক্রবার তড়িঘড়ি আদালতে ডেকে পাঠান ওই সচিবকে । তারপর অবশ্য ক্ষোভ প্রশমিত হয় বিচারপতির ।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, 'ভিভেক' এর পরিবর্তে 'বিবেক' লেখায় হাইকোর্টের পাঠানো নোটিশ নিতে অস্বীকার করেন রাজ্যের অ্যানিম্যাল অ্যান্ড হাজবেন্ডারি বিভাগের সচিব বিবেক কুমার । রাজ্যের যুক্তি, 'বিবেক' শব্দটি উচ্চারিত হয় ঠোঁট থেকে আর 'ভিভেক' শব্দটি আসে হৃদয় থেকে । তাই নামের বানানের এই ত্রুটির জন্য সচিব আদালতের এই নোটিশ নিতে অস্বীকার করে থাকতে পারেন ।
আদালত অবমাননার মামলায় এক সচিবের এমন যুক্তি শুনে একেবারে তেলেবেগুনে জ্বলে ওঠেন বিচারপতি রাজাশেখর মান্থা বিরক্ত হয়ে কটাক্ষ করে বলেন, "তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে । তারপরে দেখব কোন শব্দ হার্ট থেকে বেরোয়, আর কোন শব্দ ঠোঁট থেকে বেরোয় ।"