কলকাতা, 13 জুলাই: লোকসভা ভোটে পরাজিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী ৷ এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে ৷ সপ্তাহ তিনেক আগে তাতে ঘি ঢালেন অধীর নিজেই ৷ জানান, এবার তিনি পদ থেকে সরে যেতে চান। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীররঞ্জন চৌধুরীকে সরানো হলে সেই পদে আপাতত কে আসবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। মোট চারটি নাম উঠে আসছে কংগ্রেস হাই কমান্ডের বাছাই করা তালিকায় ৷
একজনকে সভাপতি করা হলেও উত্তর-দক্ষিণবঙ্গ এবং কলকাতা মিলিয়ে সহ-সভাপতি পদে দু-তিনজনকে বসানো হতে পারে ৷ যাতে গোটা রাজ্যের সবক'টি জেলাকে চাঙ্গা করা যায় ৷ খুব দ্রুত বৈঠক ডেকে কংগ্রেস হাইকমান্ড এবিষয়ে সিদ্ধান্ত নেবে ৷ একই সঙ্গে দাবি করা হচ্ছে, যাকেই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হোক না কেন, বঙ্গের শাসকদল তৃণমূলের সঙ্গে কীরকম সম্পর্ক রাখা হবে তার ভিত্তিতেই প্রদেশ কংগ্রেসের 'হাল' নির্ভর করছে ৷ কারণ, লোকসভা নির্বাচনে অধীরের নেতৃত্বে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে বামেদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল ৷ তাতেও লাভ হয়নি ৷
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে দীপা দাশমুন্সির নাম উঠে আসছে ৷ তিনি ছাড়া আরও চারজনের নাম এআইসিসি-র পছন্দের তালিকায় রয়েছে ৷ তাঁরা হলেন, এআইসিসি-র প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার, অধীর-ঘনিষ্ঠ পুরুলিয়ার নেতা নেপাল মাহাতো, উত্তরবঙ্গের নেতা শঙ্কর মালাকার এবং বাম আমলের মন্ত্রী তথা সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আবদুস সাত্তার ৷