পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমান-দুর্গাপুরে আজাদের বিরুদ্ধে বোলিংয়ে বিজেপির তাস অভিনেতা! জল্পনায় এগিয়ে রুদ্রনীল - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কে হবেন বিজেপি প্রার্থী ? এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে কোন খেলোয়াড়কে ময়দানে নামাবে বিজেপি ? শনিবারই বিজেপি কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর রুদ্রনীলের নাম নিয়ে জল্পনা তুঙ্গে ৷

ETV Bharat
বর্ধমান ও দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে পারেন রুদ্রনীল

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 1:08 PM IST

দুর্গাপুর, 24 মার্চ: মাত্র 15 দিনের প্রচারে তৃণমূলের থেকে কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে যেন ম্যাজিক হয়েছিল, বলা যায় ৷ এবারে সেই কেন্দ্রেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণায় এত দেরি কেন ? প্রশ্ন উঠছে, তাহলে কি সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নয়, অন্য কাউকে প্রার্থী করবে ভারতীয় জনতা পার্টি ? একের পর এক নাম শোনা গেলেও অভিনেতা-নেতা রুদ্রনীলকে নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷ উল্লেখ্য, 13 মে এই কেন্দ্রে ভোটগ্রহণ ৷

গত 10 মার্চ তৃণমূল এই আসনে '83-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সৈনিক কীর্তি আজাদের নাম ঘোষণা করেছে ৷ প্রাক্তন ক্রিকেটার বর্ধমান-দুর্গাপুরের অনেক জায়গায় প্রচারও সেরেছেন ৷ বিজেপি প্রার্থীর নাম এখনও জানা যায়নি ৷ এনিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি রাজ্যের শাসকদল এনিয়ে ৷

প্রথম দিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পলের নাম উঠে এসেছিল ৷ তিনি এখন দক্ষিণ আসানসোলের বিধায়ক ৷ বিধানসভা থেকে সন্দেশখালি- বিজেপির সব প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে তাঁকে প্রথম সারিতেই দেখা গিয়েছে ৷ নাম ঘোষণা না-হলেও অগ্নিমিত্রার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল দুর্গাপুরের বেশ কিছু জায়গায় ৷ এরপর এই কেন্দ্রে জোরালো হয় বিজেপির প্রাক্তন সহ-সভাপতি 'দাপুটে নেতা' দিলীপ ঘোষের নাম ৷ সেই মর্মে কয়েকটি সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয় ৷ এরই মধ্যে শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে সিপিআইএম ৷

শনিবার বঙ্গ বিজেপি সূত্রে খবর, বর্ধমান-দুর্গাপুরে বিজেপি প্রার্থী হতে পারেন টলিউড স্টার রুদ্রনীল ঘোষ ৷ বিগত কয়েক বছরে শাসকদলকে কটাক্ষ করতে তিনি নিজেই কবিতা লিখেছেন, ছড়া বেঁধেছেন ৷ সোশাল মিডিয়ায় সেই ছড়-কবিতা শুনিয়ে তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের তাবড় নেতাদের আক্রমণ করেছেন ৷ বিরোধী নেতা হিসাবে নিজের পরিচিতি তৈরি করে জনপ্রিয়তাও অর্জন করেছেন শিল্পী-নেতা রুদ্রনীল ৷

তাহলে কি রুদ্রনীল ঘোষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের হয়ে বোলিং করবেন ? কীর্তি আজাদের ঝোড়ো ব্যাটিং থামাতে পদ্ম শিবিরের অস্ত্র কি এই দুঁদে অভিনেতা ? শনিবার সন্ধ্যা থেকেই রুদ্রনীল ঘোষের নামই ছড়িয়ে পড়ে ৷ বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি ৷ এদিকে প্রশ্ন, দীর্ঘ 31 বছরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কী ? তিনি কি তাহলে আসানসোলেই প্রার্থী হবেন ?

এদিকে আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জিতেন্দ্র তিওয়ারির নাম শোনা যাচ্ছে ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠতার কথা সর্বজনবিদিত ৷ 2 মার্চ আসানসোল লোকসভা কেন্দ্রে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি ৷ তিনি পরদিনই প্রতিদ্বন্দ্বিতা করবেন না জানিয়েছিলেন ৷ যদিও পরে আবার তিনি মত বদলে ভোটে লড়বেন বলেও ঘোষণা করেন ৷

লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর তালিকা ঠিক করতে শনিবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ৷ সূত্রের খবর, সম্ভবত রবিবার দিন বাংলার বাকি আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি ৷ তার মধ্যে অবশ্যই রয়েছে বর্ধমান- দুর্গাপুর এবং আসানসোল কেন্দ্র ৷

আরও পড়ুন:

  1. কৃষ্ণনগরের অফিসের পর মহুয়ার করিমপুরের বাড়ি গেল সিবিআই, কলকাতা থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ-নথি
  2. প্রচার চলাকালীনই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, হাতাহাতির উপক্রম; পরিস্থিতি বাগে আনতে ধমক প্রার্থীর

ABOUT THE AUTHOR

...view details