দুর্গাপুর, 24 মার্চ: মাত্র 15 দিনের প্রচারে তৃণমূলের থেকে কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে যেন ম্যাজিক হয়েছিল, বলা যায় ৷ এবারে সেই কেন্দ্রেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণায় এত দেরি কেন ? প্রশ্ন উঠছে, তাহলে কি সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নয়, অন্য কাউকে প্রার্থী করবে ভারতীয় জনতা পার্টি ? একের পর এক নাম শোনা গেলেও অভিনেতা-নেতা রুদ্রনীলকে নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷ উল্লেখ্য, 13 মে এই কেন্দ্রে ভোটগ্রহণ ৷
গত 10 মার্চ তৃণমূল এই আসনে '83-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সৈনিক কীর্তি আজাদের নাম ঘোষণা করেছে ৷ প্রাক্তন ক্রিকেটার বর্ধমান-দুর্গাপুরের অনেক জায়গায় প্রচারও সেরেছেন ৷ বিজেপি প্রার্থীর নাম এখনও জানা যায়নি ৷ এনিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি রাজ্যের শাসকদল এনিয়ে ৷
প্রথম দিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পলের নাম উঠে এসেছিল ৷ তিনি এখন দক্ষিণ আসানসোলের বিধায়ক ৷ বিধানসভা থেকে সন্দেশখালি- বিজেপির সব প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে তাঁকে প্রথম সারিতেই দেখা গিয়েছে ৷ নাম ঘোষণা না-হলেও অগ্নিমিত্রার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল দুর্গাপুরের বেশ কিছু জায়গায় ৷ এরপর এই কেন্দ্রে জোরালো হয় বিজেপির প্রাক্তন সহ-সভাপতি 'দাপুটে নেতা' দিলীপ ঘোষের নাম ৷ সেই মর্মে কয়েকটি সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয় ৷ এরই মধ্যে শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে সিপিআইএম ৷
শনিবার বঙ্গ বিজেপি সূত্রে খবর, বর্ধমান-দুর্গাপুরে বিজেপি প্রার্থী হতে পারেন টলিউড স্টার রুদ্রনীল ঘোষ ৷ বিগত কয়েক বছরে শাসকদলকে কটাক্ষ করতে তিনি নিজেই কবিতা লিখেছেন, ছড়া বেঁধেছেন ৷ সোশাল মিডিয়ায় সেই ছড়-কবিতা শুনিয়ে তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের তাবড় নেতাদের আক্রমণ করেছেন ৷ বিরোধী নেতা হিসাবে নিজের পরিচিতি তৈরি করে জনপ্রিয়তাও অর্জন করেছেন শিল্পী-নেতা রুদ্রনীল ৷