দুর্গাপুর, 5 জুন: দুর্গাপুরের 43টি ওয়ার্ডের সকলে তাকিয়ে ছিল লোকসভা ভোটের ফলাফলের দিকে । কারণ 2017 সালে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হওয়ার পরে তা হওয়ার কথা ছিল 2023 সালে । কিন্তু সেই নির্বাচন আজ দীর্ঘদিন পরেও হয়নি ৷ বিরোধী রাজনৈতিক দলগুলির প্রবল চাপ থাকা সত্ত্বেও রাজ্যের শাসক দল কিছুতেই দুর্গাপুর নগর নিগম-সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার পৌর নিগমের নির্বাচনগুলি করায়নি । স্বাভাবিকভাবেই চাপ বাড়ছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের উপরে ।
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানরূপ ফলের দিকেই হয়তো তাকিয়ে ছিল ঘাসফুল শিবির । 2023 সাল থেকে দুর্গাপুর নগরনিগম পরিচালিত হচ্ছে 5 জন প্রশাসক মণ্ডলীর সদস্যদের দ্বারা । 43টি ওয়ার্ডের মধ্যে 2017 সালে 43-0 ফলাফল হয়েছিল । বিরোধী শূন্য দুর্গাপুর পৌর নিগামের একজন কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মাঝপথে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন । ইতিমধ্যে সেই নির্বাচনে জয়ী প্রাক্তন মেয়রপারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়, বিদায়ী চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল, প্রাক্তন চিফ হুইপ পবিত্র মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন ৷ বর্তমানে চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের পৌরহিত্যে মোট 5 জন সদস্য পরিচালনা করছেন প্রশাসক মন্ডলীকে ।
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফলের পর এবার কী তাহলে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচন আসন্ন ? বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এই পৌর নিগমের 43টি ওয়ার্ডের ফলাফলের বিন্যাস যদি দেখা যায় তাহলে হাতে গোনা মাত্র কয়েকটি ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ । দুর্গাপুর নগর নিগমের 2, 12 ও 14 নম্বর ওয়ার্ডে আশানরূপ ফল করেছে শাসক শিবির । সবচেয়ে বেশি ভোটে 12 নম্বর ওয়ার্ড থেকে লিড পেয়েছেন কীর্তি । এই ওয়ার্ড থেকে প্রায় দুই হাজার ভোটে লিড পান তিনি । তবে অধিকাংশ ওয়ার্ডেই পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছে । তারপরও সূত্রের খবর, আগামী অগস্ট মাসে নোটিফিকেশন হতে চলেছে দুর্গাপুর নগর নিগম-সহ রাজ্যের বাকি পৌরনিগমগুলির নির্বাচনের জন্য ।