পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভা নির্বাচনের আগে নতুন চমক, শান্তিপুরে দেদার বিকোচ্ছে টিএমসি আঙুর মিষ্টি - Lok Sabha Elections 2024 - LOK SABHA ELECTIONS 2024

Lok Sabha Election Special Sweet: লোকসভা ভোটের আগে শান্তিপুরের মিষ্টির দোকানে লম্বা লাইন ৷ দেদার বিক্রি হচ্ছে টিএমসি'র আঙুর মিষ্টি। এই মিষ্টি কিনতে তৃণমূল কর্মীরা ষেমন ভিড় জমাচ্ছেন তেমনই মন কাড়ছে সাধারণ মানুষের ।

Special Sweet
Special Sweet

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 11:08 PM IST

শান্তিপুরে দেদার বিকোচ্ছে টিএমসি আঙুর মিষ্টি

শান্তিপুর, 23 মার্চ: লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই দলীয় পতাকার পাশাপাশি দেদার বিকোচ্ছে মিষ্টি ৷ তবে কোন সাধারণ মিষ্টি নয়, টিএমসি আঙুর মিষ্টি ৷ ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক বা রঙের মিষ্টি বানিয়ে থাকে অনেকেই ৷ তবে এবার নদিয়ায় শান্তিপুরের বাজার কাঁপাচ্ছে এই আঙুরের মতো দেখতে টিএমসি মিষ্টি ৷

আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসবের মেজাজ বাংলায় ৷ রাস্তায় জোরকদমে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ৷ মিষ্টির দোকানগুলিতে রমরমিয়ে চলছে ব্যবসা ৷ ভোটের উত্তেজনার মাঝেই মিষ্টিতে নতুনত্ব এনে একে অপরকে মাত দেওয়ার লড়াইয়ে নেমেছেন ব্যবসায়ীরা ৷ ফলে ভোটের সঙ্গে সঙ্গে পারদ চড়ছে মিষ্টি ব্যবসায় ৷

নদিয়ার শান্তিপুর থানার মোর এলাকার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী দিলীপ কুণ্ডুর দোকান । এই দোকানেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৈরি করা হয়েছে টিএমসি আঙুর মিষ্টি । এই মিষ্টিতে রয়েছে ক্ষীর, ছানা এবং ভেষজ রং ৷ আড়াইশো টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে টিএমসি আঙুর ফল মিষ্টি । ক্রেতারা জানাচ্ছেন, দূরদূরান্তে ছড়িয়ে পড়েছে এই মিষ্টির নাম । আড়াইশো টাকা কেজি হলেও এই মিষ্টির স্বাদ জমিয়ে উপভোগ করছেন তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ ৷ এমনকী কিনে বাড়িও নিয়ে যাচ্ছেন এই নতুন ধরনের মিষ্টি ৷

বিক্রেতা জানাচ্ছেন, লোকসভা ভোটের আগে এই মিষ্টি তৈরি করে তিনি অনেকটাই লাভের আশা দেখছেন । মিষ্টি ব্যবসায়ী দিলীপ কুণ্ডু বলেন, "মূলত বিক্রি বাড়াতেই আমার এই নতুন উদ্যোগ । সামনে লোকসভা ভোট ৷ তাই তৃণমূল কর্মীরা এই মিষ্টিকে চুটিয়ে খাচ্ছেন ।" ক্রেতা রতন ইন্দ্রের কথায়, "মূলত তৃণমূল কর্মীরাই বেশি কিনছে এই মিষ্টি । তবে আমি নিজেও এই মিষ্টির খবর জানতে পেরে কিনে খেলাম । খেতে খুবই ভালো লাগলো ।"

স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস বলেন, "মিষ্টিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে ৷ তৃণমূলের প্রতীক সবুজ ৷ এই রঙের মিষ্টি সকলেই পছন্দ করবেন ৷ আগামীতে আরও চাহিদা বাড়বে এই মিষ্টির ৷"

আরও পড়ুন:

  1. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  2. শুরু ভোট প্রচার, বিরোধীদের বিঁধতে দেওয়ালে ছড়া-স্লোগান; কার্টুন হাতিয়ার তৃণমূলের
  3. লোকসভার প্রার্থী ঘোষণা হতেই পথচলতি মানুষদের মিষ্টি বিতরণ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details