কলকাতা, 9 এপ্রিল: প্রথম দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী 19 এপ্রিল । সে দিন ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের তিনটি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে । তার আগেই প্রথম পর্বের নির্বাচনী প্রস্তুতি এবং ওই তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ।
প্রথম পর্বের নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা । আর তার আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আরিজ আফতাবের সঙ্গে তাঁর প্রায় এক ঘণ্টার বৈঠক হয় ৷ জানা গিয়েছে, যে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি এই তিনটি জেলার সার্বিক পরিস্থিতি বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।
নির্বাচন কমিশন সূত্রে খবর যে, প্রথম পর্বের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এ দিনের বৈঠকে । মঙ্গলবার দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসেন অনিল কুমার শর্মা । এরপর প্রায় 45 মিনিট ধরে চলে বৈঠক ।