কলকাতা, 26 মে:আরও শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ৷ মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ৷ এর প্রভাব পড়েছে শিয়ালদা ও হাওড়ার সব ক’টি বিভাগের রেল পরিষেবায় ৷ যার জেরে শনিবারই পূর্ব রেলের তরফে জানান হয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকঘণ্টা লোকাল ও দুরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ পাশপাশি সোমবারও শিয়ালদা-সোনারপুর থেকে শুরু করে শিয়ালদা-বারুইপুর, বারুইপুর-লক্ষীকান্তপুর, সোনারপুর-ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার-বারুইপুরের মতো দশটি লোকাল বাতিল করা হয়েছে।
এবার রেলের তরফে শিয়ালদহ এবং হওড়া ডিভিশনে খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম ৷ সেই সঙ্গে যাত্রীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৷ পূর্বরেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, শিয়ালদা শাখার দক্ষিণ ও উত্তরের বারাসত, হাসনাবাদ শাখায় আজ রাত 11টা থেকে সোমবার অর্থাৎ 27 মে সকাল 6টা পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ৷ তবে, সকাল 6টার পর সব শাখায় ট্রেন চলাচল করবে কিনা, তা পরিস্থিতির উপর নির্ভর করছে ৷