পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া-শিয়ালদহ ডিভিশনের চালু বিশেষ হেল্পলাইন নম্বর, রইল বিস্তারিত তথ্য - Cyclone Remal

Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জন্য হাওড়া ও শিয়ালদা ডিভিশনে আগেই ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে ৷ এবার পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের অবগত করতে চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর ৷

ETV BHARAT
হাওড়া ও শিয়ালদা শাখায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 6:52 PM IST

কলকাতা, 26 মে:আরও শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ৷ মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ৷ এর প্রভাব পড়েছে শিয়ালদা ও হাওড়ার সব ক’টি বিভাগের রেল পরিষেবায় ৷ যার জেরে শনিবারই পূর্ব রেলের তরফে জানান হয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকঘণ্টা লোকাল ও দুরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ পাশপাশি সোমবারও শিয়ালদা-সোনারপুর থেকে শুরু করে শিয়ালদা-বারুইপুর, বারুইপুর-লক্ষীকান্তপুর, সোনারপুর-ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার-বারুইপুরের মতো দশটি লোকাল বাতিল করা হয়েছে।

এবার রেলের তরফে শিয়ালদহ এবং হওড়া ডিভিশনে খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম ৷ সেই সঙ্গে যাত্রীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৷ পূর্বরেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, শিয়ালদা শাখার দক্ষিণ ও উত্তরের বারাসত, হাসনাবাদ শাখায় আজ রাত 11টা থেকে সোমবার অর্থাৎ 27 মে সকাল 6টা পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ৷ তবে, সকাল 6টার পর সব শাখায় ট্রেন চলাচল করবে কিনা, তা পরিস্থিতির উপর নির্ভর করছে ৷

হাওড়া ও শিয়ালদা শাখায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু ৷ (ছবি সূত্র- পূর্বরেল)

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ইতিমধ্যেই আইএমডি থেকে গুরুতর সতর্কতা জারি করা হয়েছে ৷ রবিবার মধ্যরাতে উপকূলে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ বাংলাদেশের উপকূলীয় এলাকায় 110-120 কিমি প্রতিঘণ্টা বেগে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে ৷ তবে, ঘূর্ণিঝড়ের দমকা হাওয়ার গতিবেগ 135 কিলোমিটার প্রতিঘণ্টা পর্যন্ত পৌঁছবে ৷ সঙ্গে চলবে অতিভারী বৃষ্টি ৷ এর ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে ব্যাপক ৷

শিয়ালদা ডিভিশনের হেল্পলাইন নম্বর- 033 2350-8794 ও 033 2383-3326 এবং হাওড়া শাখার হেল্পলাইন নম্বর- 033 2641-3660 ৷ হাওড়া ও শিয়ালদার হেল্পলাইন নম্বরগুলি 24 ঘণ্টার জন্য খোলা থাকবে ৷ এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সর্বক্ষণের জন্য মোতায়েন করার হয়েছে ৷ হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার ও নামখানা স্টেশনে চিকিৎসকদের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে ৷ এই দলের মধ্যে রয়েছেন একাধিক চিকিৎসক, প্যারামেডিকেল টিম, নার্সিং স্টাফ ৷ রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র ৷

ABOUT THE AUTHOR

...view details