পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বিচারপতি সৌমেন সেন একটি রাজনৈতিক দলের সুবিধা করে দিচ্ছেন', বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Calcutta High Court Controversy: ভুয়ো জাতিগত সংশাপত্র সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলেন বিচারপতি সৌমেন সেন ৷ এই ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসেই বিস্ফোরক মন্তব্য করলেন ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 4:40 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে নজিরবিহীন সংঘাত ৷ মেডিক্যাল কলেজগুলিতে ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়া সংক্রান্ত মামলার নির্দেশ দেওয়া নিয়ে এই সংঘাত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ এদিন খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেন ৷ তারপরই এজলাসে কার্যত জ্বলে ওঠেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন বলেন, "আপনি একমাত্র বিচারপতি, যিনি বিচার ব্যবস্থার ক্ষতি করছেন ৷" তখনই বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, "এই আদালত নিজের কাজ করতে ব্যর্থ হয়েছে বিচারপতি সৌমেন সেনের জন্য ৷ বিচারপতি সৌমেন সেন ছুটি পড়ার আগের দিন বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকে কিছু কথা বলেন ৷ তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ৷ সমস্ত বিষয়টি বিচারপতি অমৃতা সিনহা, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে জানিয়েছেন ৷ এগুলির থেকে মনে হয়, বিচারপতি সৌমেন সেন বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন ৷"

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, "এই আদালত আশ্চর্য ! বিচারপতি সৌমেন সেন আজ যা করেছেন, তা থেকে বোঝা যায়, তিনি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটি রাজনৈতিক দলের সুবিধা করে দেওয়ার জন্য তা করছেন । আমি জানি না, একজন বিচারপতি কীভাবে নিজের ট্রান্সফার অর্ডার এসে যাওয়ার পরেও কলেজিয়ামকে উপেক্ষা করে এক আদালতেই থেকে যেতে পারেন ! সুপ্রিমকোর্টে দেশের প্রধান বিচারপতিকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য ৷"

পাশাপাশি তিনি রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন, এই অর্ডারের একটা কপি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং হাইকোর্টের প্রধান বিচারপতিকে পাঠানোর জন্য ৷ বিচারপতি সৌমেন সেনের নির্দেশ কোনও বৈধ নির্দেশ নয় বলে মনে করছে এই আদালত ৷ এই নির্দেশ দেওয়ার নেপথ্যে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ কাজ করছে ৷ তাই সিবিআই নিজের মতো নিজেই তদন্ত করবে ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্যে বিস্ফোরক অভিযোগ তুলে এজলাসে বসেই বলেন, "বিচারপতি সৌমেন সেন বলেছিলেন প্রথমত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে ৷ তাঁকে বিরক্ত করা যাবে না ৷ দ্বিতীয়ত, বিচারপতির অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে ৷ তৃতীয়ত, প্রাথমিকের দু'টি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে ৷" বিচারপতি অমৃতা সিনহাই এই বক্তব্য তাঁকে জানিয়েছেন বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আপাতত এই সংঘাত কতদূর গড়ায়, সেদিকে তাকিয়ে আইনজীবী থেকে হাইকোর্ট বারের সদস্যরা ৷

আরও পড়ুন:

  1. মেডিক্যালে ভরতিতে ভুয়ো শংসাপত্র, সিবিআইয়ের এফআইআর খারিজ আদালতের
  2. নেই ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নথি ! মেডিক্যালে ভরতি মামলায় সিবিআইকে নথি হস্তান্তর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  3. হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটেও এবার শাসকের চোখ রাঙানির অভিযোগ, ক্ষুব্ধ বিচারপতি

ABOUT THE AUTHOR

...view details