পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শালবনীতে হচ্ছে না প্রস্তাবিত ইস্পাত কারখানা, নয়া ঘোষণায় কী জানালেন সৌরভ? - SOURAV ON HIS PROPOSED STEEL PLANT - SOURAV ON HIS PROPOSED STEEL PLANT

Sourav Ganguly: মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে মাদ্রিদে গিয়ে ঘোষণা করেছিলেন ৷ বাংলায় সেই প্রস্তাবিত ইস্পাত কারখানা তৈরি নিয়ে রবিবার বড় ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানালেন, শালবনীতে নয়; বরং বাংলার পরিচিত অন্য আরেক জায়গায় গড়ে উঠবে তাঁর স্বপ্নের ইস্পাত কারখানা ৷

Sourav Ganguly New Project
ইস্পাতের কারখানা নিয়ে বড় ঘোষণা সৌরভের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 7:57 PM IST

কলকাতা, 2 জুন: শালবনীতে তৈরি হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাতের কারখানা ৷ রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানান বাংলার 'মহারাজ'৷ পরিবর্তে গড়বেতায় তাঁর প্রস্তাবিত কারখানে হবে বলে জানালেন সৌরভ ৷

এদিন তিনি বলেন, "এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ৷ কাজ চলছে । আগামী 3-4 মাসের মধ্যে কাজ রূপ পাবে। অনেক লোক কাজ পাবেন। আসানসোল আর পটনায় আমাদের কারখানা রয়েছে । আমি যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্পাত কারগানা গড়ার কথা বলি তখন তিনি অবাক হয়েছিলেন ৷" মাদ্রিদে শিল্প সম্মেলনে ঘোষণার পর প্রথমে ঠিক ছিল শালবনীতেই হবে সৌরভের ইস্পাত কারখানা ৷ কিন্তু জমি জটে জায়গা বদল ৷ সূত্রের খবর, সেখানে যাঁদের জমি রয়েছে তাঁরা ছাড়তে রাজি হননি ৷ তাই শালবনীর বদলে গড়বেতায় সৌরভের ইস্পাত কারখানা হতে চলেছে বলে জানা গিয়েছে ৷

ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, স্বপ্নপূরণের আশায় বুক বাঁধছেন জমিদাতারা

পাশাপাশি রবিবারের অনুষ্ঠানে ক্রিকেট জীবনের অনেক অজানা গল্প তুলে ধরেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ কীভাবে ভারতীয় সাজঘরে বিভিন্ন ক্রিকেটারকে একসূত্রে বেঁধেছিলেন তিনি, সেই গল্পও সামনে আনেন সৌরভ ৷ জাতীয় দলে প্রত্যাবর্তনের সময় মানসিক জোরের প্রয়োজনীয়তা কতটা কাজে দিয়েছিল তাও জানান প্রাক্তন বোর্ড সভাপতি ৷ একইভাবে 2001 সালে ইডেন টেস্টের তৃতীয় দিনে ফের হারের শঙ্কার সামনে দাঁড়িয়ে থাকা ভারত অধিনায়ককে তাঁর শ্বাশুড়ির আশ্বাস কীভাবে উদ্বুদ্ধ করেছিল, সেই গল্পও এদিন শোনান সৌরভ।

পাশাপাশি, এদিন সৌরভ নিজের বায়োপিক নিয়ে মজার একটি ঘটনা উপস্থিত অতিথিদের সঙ্গে ভাগ করে নেন ৷ সৌরভের বায়োপিকে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে, তা কারও অজানা নয় ৷ কিন্তু নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা এখনও অজানা। এই বিষয়ে সৌরভ কন্যা সানার পছন্দের কথা সামনে আনেন ৷ সৌরভ বলেন, "সানা একদিন আমাকে বলল, তোমার বায়োপিক হচ্ছে আমাকে কেউ জিজ্ঞাসা করল না। আমি বললাম, আমার ক্রিকেট জীবনের সময়টায় তুমি তো খুব ছোট ছিলে। সানা বলে, আমাকে জিজ্ঞেস করলে বেশ কয়েকজনকে দেখতে পারো। তৃপ্তি দিমরিকে দেখতে পারো। আমি বললাম সে কে? তখন সানা বলল 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয় করেছে। আমি ওকে জানালাম, ডোনার চরিত্রে কে অভিনয় করবে ঠিক হয়নি। যাঁরা ছবিটা করছেন তাঁরা ঠিক করবেন ৷" প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি আইপিএল জয়ের স্বপ্নের কথা তুলে ধরেন ৷

চলছে প্রস্তুতি, খুব তাড়াতাড়ি শুরু শুটিং; বায়োপিক নিয়ে সুখবর দিলেন মহারাজ

ABOUT THE AUTHOR

...view details