শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি: বড়সড় সাফল্য রাজ্য বন দফতরের ৷ বন দফতরের কার্শিয়াং ওয়াইল্ড লাইফ ফরেস্ট ডিভিশন, বাগডোগরা রেঞ্জ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় 4 কেজি সাপের বিষ। উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজারমূল্য প্রায় 5 কোটি টাকা। ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই অন্যদিকে বেশ উদ্বিগ্ন বন দফতর।
এর আগে গত বছর 30 ডিসেম্বর এবং 16 অক্টোবর একইভাবে শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করে কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক বানচাল করেছিল বন দফতর। ফের একবার ওই পাচারের ঘটনায় শোরগোল পরে গিয়েছে বন দফতরের অন্দরে। বন দফতর ও ক্রাইম কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ঘটনায় উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দ মহম্মদ শাহানাওয়াজ (27), মহম্মদ তওহিদ আলম (39), মহম্মদ আজমল (28) নামে তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই বিষয়ে রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) নিরজ সিঙ্ঘল বলেন, "সাপের বিষ পাচারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।" বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"