পশ্চিমবঙ্গ

west bengal

'সনাতন ধর্মে মমতা ও ইন্ডি জোটের এত ঘৃণা কেন !' প্রশ্ন ইরানির, 'শান্তির বার্তা' মন্ত্রী অরূপের

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 9:55 PM IST

Smriti Irani slams Mamata Banerjee: ইট নিয়ে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতারা ৷ এই কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের এই ঘটনার দায় এড়াতে পারেন না বলেও জানান বিজেপি নেতা। সংঘর্ষের ঘটনায় দু'পক্ষকে শান্তি বজায় রাখার বার্তা দেন মন্ত্রী অরূপ রায় ।

Etv Bharat
Etv Bharat

সনাতন ধর্মে মমতা ও ইন্ডি জোটের এত ঘৃণা কেন

হাওড়া, 25 জানুয়ারি: বুধবার রাতে হাওড়ার বেলিলিয়াস রোডে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওইদিন রাতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে কিছু মানুষ এলাকায় রীতিমতো তাণ্ডব করে ৷ ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর সেই ঘটনারই কড়া নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তিনি ঘটনার জন্য সরাসরি রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন ৷ একই সঙ্গে, জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দেখাতে না দেওয়ার জন্যও রাজ্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রশ্ন তুলে বলেন, "সনাতন ধর্মে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং ইন্ডি জোটের এত ঘৃণা কেন ? আজ ভোটার দিবসে সরাসরি যখন প্রধানমন্ত্রী নতুন যুব ভোটারদের সঙ্গে কথা বলছেন, তখন পুলিশ উপস্থিত হয়ে সেই অনুষ্ঠানের সম্প্রচার দেখতে বাধা দিচ্ছে। তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে।"

অন্যদিকে, বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ ইট নিয়ে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে বলে এদিন অভিযোগ করেন বিজেপি নেতারা ৷ এই কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের এই ঘটনার দায় এড়াতে পারেন না বলেও জানান বিজেপি নেতা। শমীক ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রীর সম্প্রীতির মিছিলের পর এটাই নমুনা ! পুলিশের ভূমিকা অতীব ন্যক্কারজনক। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এর বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা শান্তি মিছিল করব। এবার আক্রমণ হলে তা প্রতিহত করতে হবে। ইন্ডি জোটের মৃত্যু হয়েছে। এখন পোস্ট মর্টেম চলছে। ডেথ সার্টিফিকেট চলে আসবে।"

অপরদিকে হাওড়ার টিকিয়াপাড়ায় বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষকে শান্তি বজায় রাখার বার্তা দেন মন্ত্রী অরূপ রায় । এদিন হাওড়ার কাসুন্দিয়াতে নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এই বার্তা দিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, "বুধবার রাতে হাওড়ার টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লাগে। বিবাদ যাতে না হয় সেখানে প্রচুর পুলিশ বাহিনী গিয়েছিল। আর যাতে সেখানে ঝামেলা না হয় তার জন্য সেখানে 144 ধারা জারি আছে। এই ব্যাপারে জেলা প্রশাসন তৎপর আছে। হাওড়ায় আগে কখনও এরকম হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। অনেকে এই ঘটনায় রাজনীতি করার চেষ্টা করবে। কিন্তু এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না।"

ABOUT THE AUTHOR

...view details