আসানসোল, 22 ডিসেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প শুরু করেন । অর্থাৎ দেশেই সমস্ত কিছু তৈরি হোক । প্রতিরক্ষা বিভাগে বিভিন্ন যন্ত্রপাতি যা বাইরের দেশ থেকে কেনা হত, তার অনেক কিছুই এখন দেশে তৈরি হচ্ছে । সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই । সেই যন্ত্রপাতি নির্মাণে ছোট ও মাঝারি উদ্যোগপতিদেরও এবার আহ্বান জানানো হল ।
আসানসোলে বেঙ্গল চেম্বার অফ কমার্স ও আসানসোল চেম্বার অফ কমার্স এমন একটি সেমিনারের আয়োজন করে, যেখানে প্রতিরক্ষা বিভাগের আধিকারিকরা আসানসোলের ছোট ও মাঝারি উদ্যোগপতিদের প্রতিরক্ষা বিভাগের জন্য যন্ত্রপাতি নির্মাণে উৎসাহিত করেন । উদ্যোগপতিরাও উৎসাহিত হন এমন কাজে ।
এগিয়ে চলেছে দেশ । সেই এগিয়ে চলায় আরও গতি আনতে এবং দেশের আর্থিক বৃদ্ধি বাড়াতে এবার সমস্ত কিছুই দেশে তৈরির সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার । বিশেষ করে প্রতিরক্ষায় যে সমস্ত যন্ত্রপাতি বাইরের দেশ থেকে নিয়ে আসতে হত, তা এখন দেশেই তৈরি হতে শুরু করেছে । যুদ্ধবিমান, হেলিকপ্টার, ট্যাঙ্কার থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে যে যন্ত্রপাতি লাগে, তা এখন দেশেই তৈরি করতে উদ্যোগী হয়েছে প্রতিরক্ষামন্ত্রক ।