পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

7 দিনে নিয়োগ না হলে আত্মহত্যা ! সরকারকে হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের - SLST

SLST Recruitment: সাংবাদিক সম্মেলনে সরকারকে সাতদিন সময় দিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ তা না হলে আত্মহত্যা করবেন বলে জানালেন তাঁরা ৷

Etv Bharat
সাংবাদিক সম্মেলনে চাকরিপ্রার্থীরা

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 3:08 PM IST

Updated : Feb 26, 2024, 4:22 PM IST

ছাত্র-যুব অধিকার মঞ্চের সভাপতি মহিদুল ইসলামের বক্তব্য

কলকাতা, 26 ফেব্রুয়ারি: "সাতদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ না করেন তাহলে কলকাতার বুকে একাধিক লাশ পাবেন । এই জীবন রাখব না । আমরা সেই পরিকল্পনা করে ফেলেছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন । কুণাল ঘোষও মিথ্যা কথা বলে আন্দোলন ও ক্ষোভ চাপতে চাইছেন । আর নয় । চুপ ছিলাম এবার বড় পদক্ষেপ করব । আমরা জীবন শেষ করে দেব ।" এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন ।

2016-র এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণি চাকরিপ্রার্থীরা এদিন সাংবাদিক সম্মেলন করেন । চাকরিপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ মণ্ডল, মহিদুল ইসলাম, কৈলাশ লেট, সাথী কর্মকার ও রাজর্ষি দাস । তাঁদের অভিযোগ, "আমরা প্রত্যেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছি । তারপর থেকে এখনও চাকরি পাইনি । আন্দোলন করে চলেছি । 1 হাজার 100 দিন ধরে পথে আন্দোলন করছি । ভোট এলেই শাসকদলের তরফে সমস্যা সমাধানে প্রতিশ্রুতি আসছে । ভোট মিটলে সেই একই অবস্থা । মুখ্যমন্ত্রী 2019 সালে প্রেস ক্লাবের সামনে আন্দোলনে এসে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ নির্বাচন শেষ হলে সমাধান করবেন । তাঁর আশ্বাস মিথ্যা ও ভাঁওতাবাজি ৷ এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে জেলে চলে যান । বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও মিথ্যা প্রতিশ্রুতি দেন । তারপর ফের শাসকদলের নেতা কুণাল ঘোষ । একের পর এক । আমরা মুখ্যমন্ত্রীর কাছে শুনতে চাই তিনি মিথ্যা বলছেন । আমরা আন্দোলন বন্ধ করব ।

Last Updated : Feb 26, 2024, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details