পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগরে শুরু প্রবল জলোচ্ছ্বাস, রাত থেকেই উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি পুলিশের

যত সময় গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে সমুদ্র ৷ গঙ্গাসাগর থেকে সেখানকার উপকূলবর্তী এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরল ইটিভি ভারত ৷

Cyclone Dana Effect in Gangasagar
ঘূর্ণিঝড়ের আবহে গঙ্গাসাগর এলাকায় পুলিশের নজরদারি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

গঙ্গাসাগর, 23 অক্টোবর: ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা । বুধবার বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি ৷ রাত বাড়ার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় তার তীব্রতাও বাড়ছে ৷ বৃহস্পতিবারের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সেদিন রাতেই উপকূল অঞ্চল অতিক্রম করে তা আছড়ে পড়বে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার স্থলভাগের মধ্যবর্তী কোনও এলাকায় ৷ তার জেরেই বুধবার থেকে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে বঙ্গোপসাগরে । ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা-সহ উপকূল তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা ৷

বেশ কিছু ভাঙন কবলিত এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছে জেলা প্রশাসনের আধিকারিকরা । দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কোনওরকম দুর্ঘটনা এড়াতে বৃহস্পতি ও শুক্রবার সমুদ্র উত্তাল থাকার কারণে দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ফেরি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন ৷

ঘূর্ণিঝড়ের পূর্বে ইটিভি ভারতের পর্দায় গঙ্গাসাগরে নজরদারির ছবি (ইটিভি ভারত)

গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে এলাকার মানুষদের ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করা হচ্ছে ৷ ঘাটগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ৷ মাইকিং করেও সাধারণ মানুষদের সতর্ক করছে পুলিশ প্রশাসন ৷ মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি ব্লকে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলাবাহিনী । ভাঙন কবলিত এলাকার ওপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারি । খোলা হয়েছে কন্ট্রোলরুম ৷ সেখান থেকেই ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details