পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেরলের বাড়িতে বসেই বাংলার বাজেটে চোখ রাজ্যপালের, নজর সন্দেশখালিতেও - বাজেট অধিবেশন

Governor CV Ananda Bose: কেরলে নিজের বাড়িতে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্য বাজেটে আমন্ত্রণ না পেলেও বাড়িতে বসেই তিনি অধিবেশনের দিকে নজর রাখেছেন ৷ পাশাপাশি, সন্দেশখালিতে কী ঘটছে সেই খবরে রাজ্যপালের কাছে পৌঁছচ্ছে ৷ এমনটাই জানা যাচ্ছে সূত্রের তরফে ৷

CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 7:46 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: বিধি থাকলেও 2024-25 অর্থবর্ষের বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ করা হল না । যুক্তি হিসেবে, 1962 ও 2004 সালের ঘটনার উদাহরণ টানা হয়েছে শাসকদলের তরফে । ফলে বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণ ছাড়াই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করলেন ।

সূত্রের খবর, ডাক না পেলেও বাজেট অধিবেশনের খুঁটিনাটি তথ্যে নজর রাখছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস । গত 5 ফেব্রুয়ারি সকাল 6টা 55 মিনিটের বিমানে কলকাতা ছেড়ে কেরলের উদ্দেশ্য রওনা দেন তিনি । তারপর থেকে রাজ্যপাল কেরলের কোচিতে নিজের বাড়িতেই রয়েছেন । কিন্তু বাংলার সার্বিক পরিস্থিতি ও 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের খবরে নিয়মিত নজর রেখেছেন রাজ্যপাল ।

সিভি আনন্দ বোসের ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, কলকাতা রাজভবন থেকে হিন্দি ও ইংরেজি কাগজের ক্লিপিং পাঠানো হচ্ছে হোয়াটসঅ্য়াপ, ই-মেলের মাধ্যমে । শুধু পেপার কাটিং নয়, বিভিন্ন সামাজিক মাধ্যমের লিঙ্কও পাঠানো হচ্ছে রাজ্যপালকে । সেখান থেকে তিনি খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছেন । একই ভাবে তাঁকে যে বাজেট অধিবেশনে ডাকা হল না, সেটা কি সংবিধান বিরুদ্ধ?, তা নিয়েও কিন্তু তথ্য জোগাড় করার চেস্টা চলছে বলে সূত্রের খবর ।

সার্বিকভাবে প্রাক্তন আইএএস অফিসার তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস আইনত পদক্ষেপও নিতে পারেন বলে জানা যাচ্ছে । এদিকে বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনার সন্দেশখালি । তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে গ্রামের মহিলারা অবরোধ শুরু করেছে । সূত্রের খবর, এই ঘটনার বিষয়েও রাজভবনের এক আধিকারিকের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে রাজ্যপালের ।

উল্লেখ্য, গত 5 তারিখ সন্দেশখালি নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সূত্রের খবর, সোমবার রাজভবন থেকে নবান্নে সেই চিঠি পৌঁছয় । মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠানো হয় । সন্দেশখালি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয় । চলতি মাসের প্রথম দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৈঠক করেন । স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সন্দেশখালি নিয়ে দীর্ঘ আলোচনা হয় রাজ্যপালের । তারপরেই এই রিপোর্ট তলব । ফলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল ।

আরও পড়ুন:

  1. ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
  2. শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবি, গ্রামবাসীদের ক্ষোভে অগ্নিগর্ভ সন্দেশখালি
  3. কেন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু বাজেট অধিবেশন, ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান

ABOUT THE AUTHOR

...view details