কলকাতা, 5 জুন: বুথ ফেরত সমীক্ষাকে সম্পূর্ণ ভূুল প্রমাণ করেছে ইভিএম ৷ জনতার রায় বলছে, এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট । তবে বড় ধাক্কা হল এবার আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি । লোকসভা নির্বাচনের এই ফলাফলকে বিজেপির জন্য বড় ধাক্কা বলে দাবি করলেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।
সিপিআই(এম)-এর তরফে লোকসভার ফলপ্রকাশ নিয়ে এক বিবৃতিতে তিনি বলেন," সদ্য সমাপ্ত এই লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির জন্য বড় ধাক্কা । লোকসভায় তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে । 2014 ও 2019 সালে পরপর দু'বার তারা একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল । নরেন্দ্র মোদি যে অহংকার দেখিয়েছেন তারই পরিণাম এই ফল । শুধু তাই নয়, তার 400 পার করার গর্বেও জল ঢেলেছেন দেশের জনতা ৷ কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার বিরোধী দলগুলোর উপর আক্রমণ করে বিপুল খরচ নির্বাচনে বৈতরণী পার হতে চেয়েছিলেন ।"