পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফুলবাড়িতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় গণপিটুনির যোগ নেই, জানাল শিলিগুড়ি পুলিশ - SILIGURI HOUSEWIFE SUICIDE

Woman Dies by Suicide: ফুলবাড়িতে গৃহবধূর মৃত্যু গণপিটুনিতে নয় ৷ প্রাথমিক তদন্তের পর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক্স হ্যান্ডলে এমনটাই জানানো হয়েছে ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 10:25 PM IST

Woman Dies by Suicide
ফুলবাড়িতে গৃহবধূর মৃত্যু (ইটিভি ভারত)

শিলিগুড়ি, 3 জুলাই: ফুলবাড়িতে গৃহবধূর আত্মহত্যার সঙ্গে গণপিটুনির কোনও যোগ নেই । বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে । পুলিশ আধিকারিকদের এই পোস্টে শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে।

পরিবারের দাবি, রবিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকার বকরাভিটায় এক গৃহবধূকে সালিশি সভার নামে ডাকা হয়েছিল ৷ অভিযোগ, সালিশি সভায় ডেকে এলাকাবাসীরা তাঁকে মারধর করে ৷ এরপর অপমানে ওই গৃহবধূ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। ঘটনায় এলাকাবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷

ঘটনার তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে দুই মহিলা-সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তভার দেওয়া হয় কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে। কিন্তু বুধবার কমিশনারেটের তরফে জানানো হয়, গৃহবধূর মৃত্যুর ঘটনায় কোনওরকম গণপিটুনির ঘটনা ঘটেনি। আর পুলিশের এই মন্তব্যের পরই বিতর্কের সৃষ্টি হয়েছে। এক্স হ্যান্ডেলে টুইট করে সমস্ত বিষয়টি জানানো হয়েছে ৷ ঘটনা প্রসঙ্গেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) তন্ময় সরকার বলেন, "মহিলার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করছে। তবে গণপিটুনির ঘটনা ঘটেনি।"

এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় প্রশ্ন তুলে বলেন, "ওই মহিলা এমনিই বিষ খেল ? পুলিশ আসলে যে তৃণমূল কংগ্রেসের ক্যাডার তা প্রমাণ করছে। পুলিশ এখন ঘটনাটিকে লঘু করার চেষ্টা করছে। এভাবে ছাড়ে দিতে পারে না পুলিশ। আমরাও রাস্তায় নামবো।" এদিকে ওই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে । পাশাপাশি ঘটনায় পলাতক অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ সত্যি কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details