শিলিগুড়ি, 24 মে: মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় রামকৃষ্ণ মিশনের জমির করের নথি রাতারাতি তৈরি করে কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন স্বয়ং শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব । মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী-সহ অন্যান্য কাউন্সিলারদের নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন ও পৌরনিগমের যাবতীয় নথি নিজে হাতে তাদের কাছে তুলে দেন । শুধু তাই নয়, ওই জমিতে আর কোনও সমস্যা নেই বলে জানিয়ে মেয়র বলেন, আগামীতে যাঁরা ওই সম্পত্তিতে সমস্যা তৈরির চেষ্টা করবে, তাঁদের জেলের ভেতরে থাকতে হবে ।
এ দিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পৌরনিগমে তৃণমূল কংগ্রেসের 37 জন কাউন্সিলারদের প্রায় সবাইকে নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন মেয়র । সেখানে মিশনের প্রতিষ্ঠাতাদের উদ্দেশে শ্রদ্ধা জানান তাঁরা । এরপরই আলাপচারিতার পর যাবতীয় নথি মিশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক মহারাজ শিবপ্রেমানন্দের হাতে তুলে দেন মেয়র গৌতম দেব । এরপর মিশন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জায়গা-সহ মিশনের অন্যান্য জায়গা ঘুরে দেখেন ।
মিশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক মহারাজ শিবপ্রেমানন্দ বলেন, "যা ঘটেছে তা কখনওই কাম্য নয় । রামকৃষ্ণ মিশন শুধু বাংলার নয়, গোটা বিশ্বের মানুষ এই সংস্থার সঙ্গে জড়িত ৷ সেই সংস্থার সদস্যদের উপর এভাবে আক্রমণ দুঃখজনক । আশা করি, আগামীতে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ করবে ।"