পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কথা রাখলেন ! সমস্যা শুনে পাখা হাতে স্কুলে সটান হাজির খোদ মেয়র - Siliguri Talk to Mayor - SILIGURI TALK TO MAYOR

Siliguri Mayor Visits School: ছোট বলে অবজ্ঞা করেননি ৷ আর পাঁচজন নাগরিকের সমস্যার মতোই খুদে শ্রেয়সীর কথা গুরুত্ব সহকারে শুনেছিলেন মেয়র ৷ আর আশ্বাসমতো সেই সমস্যার সমাধানও করলেন তিনি ৷

Siliguri Mayor Visits School
হাকিমপাড়া স্কুলে মেয়র ফিরহাদ হাকিম (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 7:36 PM IST

শিলিগুড়ি, 29 জুলাই:তীব্র গরমে ক্লাসে ফ্যান নেই ৷ গত শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এই সমস্যার কথা জানিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ ফোনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মেয়র ৷ সেই মতো সোমবার ফ্যান হাতে সটান স্কুলে হাজির হলেন গৌতম দেব ৷ একদিকে মেয়রকে হাতের কাছে পেয়ে যেমন খুশি পড়ুয়ারা, তেমনই ছাত্রীদের কাছে পৌঁছতে আপ্লুত মেয়রও ।

স্কুলে যাওয়ার পর মেয়রের বক্তব্য (ETV Bharat)

শুধু ফ্যানই নয়, আগামীতে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ও তীব্র গরমে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় সেই বিষয়টি নিয়েও পদক্ষেপের আশ্বাস দিয়েছেন গৌতম দেব । প্রসঙ্গত, শনিবার টক টু মেয়র কর্মসূচি চলাকালীন হঠাৎই মেয়রের কাছে ফোন আসে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া শ্রেয়সী বণিকের । সে 34 নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় সরণীর বাসিন্দা । ফোনে সে জানিয়েছিল, তাদের স্কুলের ক্লাসরুমে ঠিকমতো পাখা চলে না ৷ পর্যাপ্ত পাখাও নেই । যার জন্য খুবই গরম লাগে । অসহ্য গরমে তার বান্ধবীরা অসুস্থ হয়ে পড়ছিল ৷

ছোট্ট শ্রেয়সীর কথায় আপ্লুত হয়ে মেয়র গৌতম দেব কথা দিয়েছিলেন তিনি নিজে গিয়ে তাদের স্কুলে পাখা দিয়ে আসবেন । সেইমতো সোমবার দুটি পাখা নিয়ে নিজেই হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে হাজির হন তিনি । প্রধান শিক্ষিকা শুভ্রা চক্রবর্তীর সঙ্গে দেখা করে সোজা চলে যান ষষ্ঠ শ্রেণির সি সেকশনে । সেখানে গিয়ে দেখা করেন সেই ছোট্ট ছাত্রী শ্রেয়সী বণিকের সঙ্গে এবং পাখাগুলি তুলে দেন স্কুল কর্তৃপক্ষের হাতে ।

মেয়র গৌতম দেব বলেন, "আমি খুশি যে আমার এই টক টু মেয়র অনুষ্ঠান স্বার্থকতা পেয়েছে । বড়দের পাশাপাশি ছোটরাও ওই মাধ্যমকে ব্যবহার করে নিজেদের অসুবিধের কথা জানাচ্ছে । তবে খুব গরমে অনেক পড়ুয়াদেরই সমস্যা হচ্ছে । সেই জন্য বিদ্যালয় সংসদের সঙ্গে কথা বলে তীব্র গরমে যাতে বিকল্প ব্যবস্থা করা হয় সেই বিষয়টি দেখা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details