শিলিগুড়ি, 29 জুলাই:তীব্র গরমে ক্লাসে ফ্যান নেই ৷ গত শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এই সমস্যার কথা জানিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ ফোনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মেয়র ৷ সেই মতো সোমবার ফ্যান হাতে সটান স্কুলে হাজির হলেন গৌতম দেব ৷ একদিকে মেয়রকে হাতের কাছে পেয়ে যেমন খুশি পড়ুয়ারা, তেমনই ছাত্রীদের কাছে পৌঁছতে আপ্লুত মেয়রও ।
শুধু ফ্যানই নয়, আগামীতে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ও তীব্র গরমে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় সেই বিষয়টি নিয়েও পদক্ষেপের আশ্বাস দিয়েছেন গৌতম দেব । প্রসঙ্গত, শনিবার টক টু মেয়র কর্মসূচি চলাকালীন হঠাৎই মেয়রের কাছে ফোন আসে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া শ্রেয়সী বণিকের । সে 34 নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় সরণীর বাসিন্দা । ফোনে সে জানিয়েছিল, তাদের স্কুলের ক্লাসরুমে ঠিকমতো পাখা চলে না ৷ পর্যাপ্ত পাখাও নেই । যার জন্য খুবই গরম লাগে । অসহ্য গরমে তার বান্ধবীরা অসুস্থ হয়ে পড়ছিল ৷