দার্জিলিং/জলপাইগুড়ি, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিধ্বস্ত জনজীবন। রবিবার মাঝরাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়েও। তবে সমতলে সোমবার সকাল থেকে বৃষ্টি হয়নি। দার্জিলিং ও কালিম্পংয়েও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় কমলা সতর্কতা জারি করেছে ওই দুই জেলার প্রশাসন। অন্যদিকে, সিকিমে রবিবার থেকে টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাংটকের সঙ্গে উত্তর সিকিমের যোগাযোগের অন্যতম 'টুং নদী'র সেতু।
উত্তর সিকিমের টুং নদীর উপর সেতু টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। এর আগে সিকিমে হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছিল টুং নদীর উপর থাকা কাঠের ওই সেতু। পরে সেনার তরফে বেইলি ব্রিজ বানানো হয়। কিন্তু সম্প্রতি বেইলি ব্রিজের প্লেট খুলে নেওয়া হয়েছিল। এদিকে, পাহাড়ে রবিবার টানা বৃষ্টির ফলে নদীর জলের স্তর বৃদ্ধি পায়। এতে ক্ষতিগ্রস্ত হয় টুং নদীর উপর থাকা ওই সেতু। ওই সেতু দিয়ে প্রথমে ঝুঁকি নিয়ে পর্যটক বোঝাই গাড়ি চলাচল করলেও পরে সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। আপাতত ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পর্যটকদের বিকল্প রাস্তা দিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও দার্জিলিং ও কালিম্পং জেলায় পর্যটকদের আটকে থাকার কোন খবর নেই। সিকিমেও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:গাছের ডাল ভেঙে বৃদ্ধার মৃত্যু মৌসুনি দ্বীপে, রেমালের তাণ্ডব কাড়ল আরও এক প্রাণ