গ্যাংটক, 27 সেপ্টেম্বর:দুর্গাপুজোর বাকি হাতে গোনা আর কয়েকটা দিন ৷ পুজোর ছুটিতে অনেকেরই ডেস্টিনেশন নিঃসন্দেহে পাহাড় ৷ ব্যাগপত্র গোছানোও শুরু হয়ে গিয়েছে ৷ এরই মধ্যে পাহাড়ে নাগাড়ে বৃষ্টি আর ধসের খবর উদ্বেগ বাড়িয়েছে ৷ তবে যাঁরা পুজোয় সিকিমের দিকে যাচ্ছেন, তাঁদের জন্য এবার দারুণ সুখবর রয়েছে ৷ আজ বছরের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিমের ছাঙ্গু ও চোপ্তা ভ্যালি ৷ এই খবর পেয়ে যারপরনাই আনন্দে আত্মহারা হবেন পর্যটকরা ৷
পুজোর ছুটির মুখেই এমনই মন ভালো করা খবর এল সিকিম থেকে ৷ যে পর্যটকরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন, বছরের প্রথম তুষারপাত হতেই তাঁরা উচ্ছ্বসিত ৷ গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টির কারণে পাহাড়ে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ । গোটা পাহাড়ে বেশ ঠান্ডার আমেজ । সিকিমে জাঁকিয়ে পড়েছে শীত । আর তাপমাত্রার পারদ নামতেই ছাঙ্গুতে হল তুষারপাত ।
তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা ৷ আসন্ন ছুটির মরশুমে পর্যটকরা তুষারপাতের টানে পাহাড়মুখী হবেন বলে তাঁদের আশা ৷ তবে টানা ধসের কারণে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । সিকিম যেতে হলে পর্যটকদের গরুবাথান, লাভা পেরিয়ে আলগাড়া হয়ে যেতে হবে । তা বেশ সময় সাপেক্ষ ব্যাপার । সেজন্যই পর্যটকদের আগমন নিয়ে চিন্তা ছিল ব্যবসায়ীদের ৷ তবে তাঁদের আশা, তুষারপাতের আমেজ নিয়ে কষ্ট করে পৌঁছতে হলেও পাহাড়ের থেকে মুখ ফেরাবেন না পর্যটকরা ৷
এদিকে, প্রায় লক্ষ্মীপুজা পর্যন্ত উত্তরে বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । সিকিম আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রার দিকে চোখ রাখলে দেখা যাবে, সিকিমের মঙ্গন জেলায় তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, ঘিয়ালসিং জেলায় 22 ডিগ্রি সেলসিয়াল, গ্যাংটকে 16 ডিগ্রি সেলসিয়াস, পাকিইয়ংয়ে 17 ডিগ্রি সেলসিয়াস, সোরেঙ জেলায় 17.4 ডিগ্রি সেলসিয়াস ৷ আর উত্তর সিকিমের নামচিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস । এই তাপমাত্রা দিনের শেষে আরও নামে । আর তাতেই এদিন বিকেলে তুষারপাত হয় ছাঙ্গুতে ।
সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "নামচি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে । যে কারণে ছাঙ্গুতে তুষারপাত হয় । আগামী দু'দিনও সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি গোটা পাহাড়ে আগামী 3 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"